রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন একাধিক তারকা, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Dec 07, 2023, 03:00 PM ISTUpdated : Dec 07, 2023, 03:59 PM IST
Ayodhya Ram temple specialty

সংক্ষিপ্ত

আগামী ২২ জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে এই মন্দির। নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার।

রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন একাধিক তারকা। আমন্ত্রণ জানানো হল অমিতাভ বচ্চনকে। অযোধ্যা নবনির্মিত এই মন্দিরের উদ্বোধন হবে আগামী ২২ জানুয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে এই মন্দির। নরেন্দ্র মোদীর হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার।

জানা গিয়েছে এই উদ্বোধনে উপস্থিত থাকতে চলেছেন একাধিক তারকা। সিনেমা, ক্রিকেট, শিল্প মহলের একের পর এক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের নেমতন্ন পেয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, আশা ভোঁসলে, মুকেশ আম্বানি, রতন টানা। নিমন্ত্রণ পেয়েছেন বাইচুং ভুটিয়া, মেরি কম, ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু, পি গোপীচাঁদ, ক্রিকেটার রোহিত শর্মা, সুনীল গাভাস্কর, কপিল দেব, অনীল কুম্বলে, রাহুর দ্রাবিড় সহ আরও অনেকে।

আমন্ত্রণ পেয়েছেন বিজেপি নেতারা। এই তালিকায় রয়েছেন লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, বিনায় কাটিয়ার, উমা ভারতীর মতো নেতারা। এরা সকলেই উপস্থিত থাকবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।

একাধিক হাই প্রোফাইল অতিথি থাকবে বলেন থাকছে বিশেষ ব্যবস্থা। জানা গিয়েছে, সকল সাধু সন্ত ও ধর্মগুরুরা ২২ তারিখ অযোধ্যায় উপস্থিত হবেন। তবে, তাদের দেখা হবে নিজস্ব আধার কার্ড। মোবাইল, মানি ব্যাগ, ঝোলা, ছাতা, চেয়ার, পুজোর অর্ঘ্য অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না কাওকে।

২২ জানুয়ারি সকাল ১১টার আগে প্রবেশ করতে হবে নিমন্ত্রিতদের। তিন ঘন্টা ধরে চলবে অনুষ্ঠান। রাম মন্দিরের ভিতর প্রবেশ করতে কয়েক কিলোমিটার হাঁটতে হবে অতিথিদের।

সদ্য প্রকাশ্যে এল এই তালিকা। রাম মন্দিরের উদ্বোধনে কে কে থাকবেন তা জানতে আগ্রহী ছিলেন সকলে। এই নিয়ে জল্পনা চলছিল বিস্তর। অবশেষে প্রকাশ্যে এল অতিথিদের তালিকা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

BJP vs TMC: গিরিরাজ সিং-এর 'ঠুমকা' মন্তব্যে উত্তাল সংসাদ, আঁচ পড়ছে বিধানসভাতও

উদ্বেগ বাড়াচ্ছে চিনা নিউমোনিয়া, AIIMS-র গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo