সংক্ষিপ্ত

সাংসদের মত বিধানসভাতেই গুরিরাজ সিং-এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদের ঝড় ওঠে। এদিন বিধানসভার জিরো আওয়ারে গিরিরাজ সিংএর প্রসঙ্গ তোলেন শশী পাঁজা

 

গিরিরাজ সিং এর মন্তব্যের পরিপ্রেতক্ষিতে উত্তাল সংসদ। আচ পড়েছে বিধানসভাতেও। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংএর বিরুদ্ধে দফায় দফায় স্লোগান তোলে তৃণমূলের সাংসদরা। অন্যদিকে প্লাকার্ড হাতে গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তৃণমূলের মহিলার সাংসদরা। ছিলেন মহুয়া মৈত্র, শতাব্দী রায়, মালা রায়স মৌসম বেনজির নূর ও অপরূপা পোদ্দার। প্ল্যাকার্ডে লেখা মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান, গিরিরাজ সিংকে পদত্যাহ করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীরও তীব্র সমালোচনা করা হয়।

সাংসদের মত বিধানসভাতেই গুরিরাজ সিং-এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদের ঝড় ওঠে। এদিন বিধানসভার জিরো আওয়ারে গিরিরাজ সিংএর প্রসঙ্গ তোলেন শশী পাঁজা। তিনি বলেন, 'উনি সকলের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী যে কথা বলছেন, তারই প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই। বিজেপির প্রত্যেক সদস্য এই মন্তব্য সমর্থন করছে। নারীর প্রতি তাঁদের ঘৃণার পরিচয় এটাই।' রাজ্যের তৃণমূল নেতাকর্মীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যে মন্তব্য করেছেন তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। অন্যদিরে এদিন পথে নামবে তৃণমূল কংগ্রেসও। হাজরায় গিরিরাজ সিংএর মন্তব্যের প্রতিবাদে সভার ডাকও দিয়েছে তৃণমূল কংগ্রেস।

গিরিরাজ সিংরএর মন্তব্য-

মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। অরিজিৎ সিং-এর গাওয়া থিম সং-এর সঙ্গে নাচ করছিলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাঁট, সোনাক্ষী সিংহরা। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সলমন খানের অনুরোধে তিনিও গানের তালে পা মেলান। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাচকে কেন্দ্র করেই তাঁকে নিশানা করে বিজেপি। সংসদে শীতকালীন অধিবেশন চলছে। সেই সময়ই সংসদ চত্ত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল অন্য গ্রহে বাস করছেন। গোটা বাংলা যখন দুর্নীতিতে ডুবছে, গরীবের অধিকার ছিনিয়ে দুর্নীতি হচ্ছে। আর উনি ফিল্ম ফেস্টিভালে সলমন খানের সঙ্গে ঠুমকা লাগাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরেই আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তারপর থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করে তৃণমূল কংগ্রেস।