Amul Milk Price Hike: ১ মে থেকে ফের বাড়ল আমুল দুধের দাম, লিটার প্রতি কত দিতে হবে?

Published : May 01, 2025, 08:20 AM IST

Amul Milk Price Hike: আমুল ১ মে থেকে সমস্ত ধরনের আমুল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে। এই দাম বৃদ্ধির কারণ হল দুধ উৎপাদনকারীদের উৎপাদন খরচ বৃদ্ধি। নতুন দাম জানতে পড়ুন।

PREV
112

ফের মধ্যবিত্তের মাথায় হাত। দাম বাড়ল দুধের। আজ ১ মে থেকে আমুল দুধ কিনতে লিটার প্রতি দিতে হবে বাড়তি টাকা।

212

দুধের দাম বাড়াল আমুল। এবার গোটা ভারত জুড়ে নিজেদের দুধের দাম বাড়িয়ে দিল।

412

গোটা দেশ জুড়ে আমুলের দুধের দাম ১ লিটারে ২ টাকা করে বাড়ানো বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে।

512

আমুল তাজা, আমুল স্লিম ট্রিম, আমুল চায়ের মজা-র মতো সব ধরনের দুধের দাম বাড়ানো হচ্ছে। ১ মে থেকে বাড়বে দাম।

612

অর্থাৎ আজ থেকে দুধ কিনতে গেলে লিটার প্রতি ২ টাকা করে বাড়তি টাকা দিতে হবে। জেনে নিন কোন দুধের দাম কত বেড়েছে।

712

আমুল স্ট্যান্ডার্ড দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩১ টাকা।

আমুল মোষের দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩৭ টাকা।

আমুল গোল্ড মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ৩৪ টাকা।

812

আমুল গোল্ড মিল্ক (১ লিটার)-র দাম হল ৬৭ টাকা।

আমুল স্লিম অ্যান্ড ট্রিম মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ২৫ টাকা।

912

আমুল চা স্পেশ্যাল দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩২ টাকা।

আমুল ফ্রেশ মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ২৮ টাকা।

1012

আমুল ফ্রেশ মিল্ক (১ লিটার)-র দাম হল ৫৫ টাকা। সব মিলিয়ে বাড়ছে আমুলের সব ধরনের দুধের দাম।

1112

কোম্পানি জানিয়েছে দাম বৃদ্ধির মূল কারণ হল ৩৫ লক্ষেরও বেশি দুধ উৎপাদনকারীর উৎপাদন খরচ বৃদ্ধি।

1212

আমুল জানিয়েছে ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত পরিমাণের প্রায় ৮০ শতাংশ সরাসরি দুধ উৎপাদনকারীদের কাছে ফেরত দেওয়া হয়।

click me!

Recommended Stories