ফের মধ্যবিত্তের মাথায় হাত। দাম বাড়ল দুধের। আজ ১ মে থেকে আমুল দুধ কিনতে লিটার প্রতি দিতে হবে বাড়তি টাকা।
দুধের দাম বাড়াল আমুল। এবার গোটা ভারত জুড়ে নিজেদের দুধের দাম বাড়িয়ে দিল।
এবার গরুর দুধ, মহিষের দুধ-সহ সমস্ত ধরনের দুধের দাম বাড়ল ১ মে থেকে। নয়া সিদ্ধান্ত আমুলের।
গোটা দেশ জুড়ে আমুলের দুধের দাম ১ লিটারে ২ টাকা করে বাড়ানো বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
আমুল তাজা, আমুল স্লিম ট্রিম, আমুল চায়ের মজা-র মতো সব ধরনের দুধের দাম বাড়ানো হচ্ছে। ১ মে থেকে বাড়বে দাম।
অর্থাৎ আজ থেকে দুধ কিনতে গেলে লিটার প্রতি ২ টাকা করে বাড়তি টাকা দিতে হবে। জেনে নিন কোন দুধের দাম কত বেড়েছে।
আমুল স্ট্যান্ডার্ড দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩১ টাকা।
আমুল মোষের দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩৭ টাকা।
আমুল গোল্ড মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ৩৪ টাকা।
আমুল গোল্ড মিল্ক (১ লিটার)-র দাম হল ৬৭ টাকা।
আমুল স্লিম অ্যান্ড ট্রিম মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ২৫ টাকা।
আমুল চা স্পেশ্যাল দুধ (৫০০ মিলি)-র দাম হল ৩২ টাকা।
আমুল ফ্রেশ মিল্ক (৫০০ মিলি)-র দাম হল ২৮ টাকা।
আমুল ফ্রেশ মিল্ক (১ লিটার)-র দাম হল ৫৫ টাকা। সব মিলিয়ে বাড়ছে আমুলের সব ধরনের দুধের দাম।
কোম্পানি জানিয়েছে দাম বৃদ্ধির মূল কারণ হল ৩৫ লক্ষেরও বেশি দুধ উৎপাদনকারীর উৎপাদন খরচ বৃদ্ধি।
আমুল জানিয়েছে ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত পরিমাণের প্রায় ৮০ শতাংশ সরাসরি দুধ উৎপাদনকারীদের কাছে ফেরত দেওয়া হয়।
Sayanita Chakraborty