Published : Apr 30, 2025, 09:59 AM ISTUpdated : Apr 30, 2025, 10:49 AM IST
New ATM Charges from 1st May 2025: ১ মে থেকে SBI, HDFC, PNB সহ বেশ কিছু ব্যাঙ্ক ATM চার্জ বৃদ্ধি করেছে। ফ্রি লেনদেনের সীমা অতিক্রম করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। বিভিন্ন ব্যাঙ্কের নতুন নিয়মাবলী জারি হয়েছে।
HDFC ব্যাঙ্কের ওয়েবসাইটে জানিয়েছে, ফ্রি লিমিটের পর এটিএম লেনদেনের ফি কর সহ ২১ টাকা থেকে বাড়িয়ে তা ২৩ টাকা করা হয়েছে।
514
তেমনই HDFC ব্যাঙ্কে এবার থেকে মিনি স্টেটমেন্ট এবং পিন পরিবর্তনের মতো কাজে চার্জ নেওয়া হবে না।
614
যদি কেউ HDFC ব্যাঙ্কের এটিএম ব্যবহার না করেন, তা হলে টাকা তোলা এবং ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেট, পিন পরিবর্তনের ক্ষেত্রে চার্জ লাগবে না।
714
PNB Bank
PNB অর্থাৎ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রেও এটিএম চার্জ পরিবর্তন করা হয়েছে। এবার থেকে ২৩ টাকা করে ধার্য করা হবে চার্জ।
814
SBI Bank
SBI ব্যাঙ্কের পরিবর্তন হয়েছে এটিএম চার্জ। ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। অন্য ব্যাঙ্কের এটিএমের গ্রাহকরা ১০ বার লেনদেন করতে পারবেন বিনমূল্যে।
914
SBI ব্যাঙ্কের নিয়ম হল, যাদের অ্যাকাউন্টে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকার ন্যূনতম ব্যালেন্স থাকবে তারা অন্যান্য ব্যাঙ্ক মাসে ৫ বার এটিএমে বিনামূল্যে লেনদেন করতে পারবেন।
1014
যাদের অ্যাকাউন্টে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার ন্যূনতম ব্যালেন্স থাকবে তারা অন্যান্য ব্যাঙ্ক মাসে ৫ বার এটিএমে বিনামূল্যে লেনদেন করতে পারবেন।
1114
তবে, যাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১ লাখ টাকার বেশি থাকবে তারা অন্যান্য ব্যাঙ্ক মাসে ৫ বার এটিএমে বিনামূল্যে লেনদেন করতে পারবেন।
1214
বিনামূল্যে লেনদেনের সময়সীমা পার করলে জিএসটি সহ ১৫ টাকা ধার্য করছে এসবিআই। অন্য ব্যাঙ্কের এটিএমে চার্জ লাগবে জিএসটি সহ ২১ টাকা।
1314
১ মে থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়ম। সদ্য এই তিন ব্যাঙ্কের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
1414
এবার থেকে ATM ব্যবহারে দিতে হবে বাড়তি টাকা। আগের থেকে ATM বাড়াল ব্যাঙ্কগুলো।