জঙ্গি হামলায় নিহত জওয়ান ও ৫ বছরের শিশু নিহত, আবারও রক্তাক্ত হল ভূস্বর্গের মাটি

আবারও ভূস্বর্গে গুলির লড়াই 
ভারতীয় জওয়ানদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ
৫ বছরের এক শিশুর মৃত্যু
নিহত হয়েছেন সিআরপিএফ জওয়ানও 

Asianet News Bangla | Published : Jun 26, 2020 11:40 AM IST

আবারও জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের মাটি। শুক্রবার সকাল থেকেই অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেন্ট্রাস রিজার্ভ পুলিশ ফোর্সের একটি দল। 

গোপন সূত্রে খবর পেয়েই সিআরপিএপ এর ৯০ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা হানা দেয় দক্ষিণ কাশ্মীরের বিজবেহারা এলাকায়। স্থানীয় এক প্রশাসনিক অধিকর্তা জানিয়েছেন দুপুর বারোটা নাগাদ বিজবেহারায় পাদশাহী ব্রিজের কাছে যখন সিআরপিএফ কনভয় আসে তখনই জঙ্গিরা জওয়ানদের কনভায় উদ্দেশ্য করে এলোপাথাড়়ি গুলি ছাঁড়তে শুরু করে দেয়।  দিনেদুপুরেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু  হয়ে যায়। 

ইউরোপের চার দেশের সঙ্গে উত্তর প্রদেশের তুলনা, মোদী কাছে অনেকটাই এগিয়ে যোগী রাজ্য ...

৩০টি বসন্ত পরে মহিলা জানতে পারলেন তিনি 'পুরুষ', লহমায় বদলে গেল ক্যান্সার আক্রান্তের জীবন ...

এইসেই সময়ই গুলির আঘাতে রীতিমত জখম হয় ৫ বছরের একটি স্থানীয় শিশু। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।  শিশুটিকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের। গোটা এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনীর জওয়ানরা। চিরুনি তল্লাশি চলছে বিস্তীর্ণ এলাকা জুড়ে।

'যুদ্ধের হুমকি' দেওয়ায় চিনের মুখোশ খুলেছিলেন বাজপেয়ী, রাষ্ট্রদূতের অফিসে নিয়ে গিয়েছিলেন ৮০০ ভেড়া ... 

অন্যদিকে পুলওয়ামায়  রীতিমত সাফল্য পেয়েছে ভারতীয় সেনা বাহিনী। সেখানে ভারতীয় জওয়ানরা নিকেষ করেছে দুই জঙ্গিকে। 
 

Share this article
click me!