Udhampur Terror Attack: জম্মু ও কাশ্মীরে আবারও জঙ্গিহানা! উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত এক জওয়ান

Published : Apr 24, 2025, 12:14 PM IST
jammu Kashmir Terrorists fired some rounds of fire on a joint naka party of CRPF and Police

সংক্ষিপ্ত

উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের পর এক সেনা জওয়ান নিহত হয়েছেন। দুদু-বসন্তগড় এলাকায় ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় এই ঘটনা ঘটে। পহেলগাঁও হামলার দুই দিন পর এই সংঘর্ষ।

পেহেলগাঁওয়ের পর বৃহস্পতিবার আবারও জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিহানা।নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের পর এক সেনা জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গুলি চালানো হয় বলে তারা জানিয়েছেন।

"নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ উধমপুরের বসন্তগড়ে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান শুরু করা হয়। যোগাযোগ স্থাপন করা হয় এবং ভয়াবহ গুলিবিনিময় শুরু হয়। প্রাথমিক সংঘর্ষে আমাদের একজন সাহসী যোদ্ধা গুরুতর আহত হন এবং চিকিৎসা শুরু করা সত্ত্বেও তিনি মারা যান," সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস X-এ পোস্ট করেছে।

 

 

অভিযান চলছে বলে তারা জানিয়েছে-

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে ছাব্বিশ জন নিহত হওয়ার দুই দিন পর এই সংঘর্ষ শুরু হয়। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা, বিমান বাহিনীর একজন কর্মী এবং গোয়েন্দা ব্যুরোর একজন সদস্য ছিলেন।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!