পাকিস্তানের মুখের ওপর বন্ধ করে দেওয়া হল সরকারি 'X' অ্যাকাউন্টক, কড়া জবাব ভারতের

Published : Apr 24, 2025, 11:27 AM IST
Jammu Kashmir terror attack Pakistan Governments X Account Suspended in India Over Pahalgam Attack bsm

সংক্ষিপ্ত

strong response to Pakistan: জম্মু ও কাশ্মীরের পহলেগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। আগেই সিন্ধু জলচ্যুক্তি স্থগিত করেছে। 

India's strong response to Pakistan: জম্মু ও কাশ্মীরের পহলেগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। আগেই সিন্ধু জলচ্যুক্তি স্থগিত করেছে। পাকিস্তানের কূটনৈতিকদের ভারত ছড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের প্রশেধিকার বন্ধ করে দিয়েছে ভারত। যার অর্থ এবার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে দিল ভারত।

২৩ এপ্রিল পহেলগাঁও হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়এছে। তারপরই এই কূটনৈতিক প্রক্রিয়া দেখা গিয়েছে। এই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ নতুন দিল্লি সীমন্ত সন্ত্রাসবাদকে আশ্রয় আর মদত দেওয়ার অভিযোগ তুলেছে পাকিস্তানের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এই পদক্ষেপগুলি ঘোষণা করেন। এর মধ্যে প্রধান হল প্রতিটি দেশের কূটনৈতিক মিশনের পদমর্যাদা হ্রাস করা। ভারতীয় এবং পাকিস্তান উভয় হাইকমিশনই তাদের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জন করবে, যা ১ মে এর মধ্যে সম্পন্ন হবে। ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন থেকে সমস্ত প্রতিরক্ষা, নৌ এবং বিমান উপদেষ্টাদের বহিষ্কার করেছে। এই ব্যক্তিদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে, ভারত ইসলামাবাদে অবস্থিত নিজস্ব হাইকমিশন থেকে তার সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করবে। উভয় মিশনে পরিষেবা উপদেষ্টাদের জন্য নিযুক্ত পাঁচজন সহায়তা কর্মীকেও প্রত্যাহার করা হবে।

এছাড়াও পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল করেছে পাকিস্তান। বৈধ কাগজপত্র নিয়ে যেসব পাকিস্তানে ভারতে এসেছে তাদেরও ১ মে মধ্যে দেশ ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে আটারি ওয়াঘা সীমান্ত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এপর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা স্তব্ধ গোটা দেশ। সজনহারাদের কান্নায়  শোকের ছায়া ভূস্বর্গে। গোটা দেশ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে।  ভারত এই ঘটনার পরই আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। 

 

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!