বলিউড তারকা সলমন খান যেমন বারবার বিতর্কে জড়িয়েছেন, তেমনই তাঁকে একাধিকবার হুমকির মুখেও পড়তে হয়েছে। এমনকী, এই অভিনেতার উপর হামলার চেষ্টাও হয়েছে।
বলিউড তারকা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুজ থাপানের মৃত্যু হল। বুধবার পুলিশের হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করে সে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুজের বয়স হয়েছিল ৩২ বছর। তার বিরুদ্ধে মুম্বইয়ের সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় ২ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করার অভিযোগ ছিল। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু পুলিশের হেফাজতেই জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করে সে। তাকে মুম্বইয়ের জি টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। চিকিৎসকদের চেষ্টাতেও তার প্রাণরক্ষা করা সম্ভব হয়নি।
সলমনের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় জোরদার তদন্ত
১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রায় সলমনের বাড়ির বাইরে ৪ রাউন্ড গুলি চালায় মোটরবাইকে চড়ে আসা ২ ব্যক্তি। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। একইসঙ্গে সলমনের নিরাপত্তাও জোরদার করা হয়। ২৫ এপ্রিল পাঞ্জাব থেকে অনুজ ও সোনু সুভাষ চান্দের (৩৭) নামে অপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গুজরাটের ভূজ থেকে ভিকি গুপ্তা ও সাগর পাল নামে আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে খবর পেয়েই অনুজ ও সোনুকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে।
মুম্বইয়ে নেই সলমন
মুম্বইয়ে যখন এসব কাণ্ড ঘটছে, তখন লন্ডনে আছেন সলমন। তিনি ব্রেন্ট নর্থের এমপি ব্যারি গার্ডিনারের সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ছবি দেখা যাচ্ছে। ওয়েম্বলি স্টেডিয়ামেও তাঁরা যাবেন বলে জানা গিয়েছে। সলমন কবে দেশে ফিরবেন জনা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
সলমন খানকে খুনের চেষ্টা! ভোরের আলো ফুটতে না ফুটতেই বাড়ির সামনে গুলি চালিয়ে পলাতক দুষ্কৃতীরা
ইদের দিনেই বড়সর উপহার দিলেন সলমন! অনুরাগীদের কী দিলেন ভাইজান, জানেন?