উত্তপ্ত জম্মু-কাশ্মীর! সমাধানের আশা দেখছেন অনুপম খের

  • জম্মু-কাশ্মীরের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে
  • গৃহবন্দি করা হয়েছে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন-সহ বিজেপি বিরোধী রাজনীতিকদের
  • জারি হয়েছে ১৪৪ ধারা।  সব মিলিয়ে কাশ্মীরে এখন পরিস্থিতি থমথমে
  •  এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলা কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের
     
swaralipi dasgupta | Published : Aug 5, 2019 11:33 AM

জম্মু-কাশ্মীরের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। গৃহবন্দি করা হয়েছে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন-সহ বিজেপি বিরোধী রাজনীতিকদের। জারি হয়েছে ১৪৪ ধারা।  সব মিলিয়ে কাশ্মীরে এখন পরিস্থিতি থমথমে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলা কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। 

অনুপম টুইট করে বলেন, কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়ে গিয়েছে। অনুপমের সেই টুইটকে বিজেপি শিবির থেকে স্বাগত জানানো হয়েছে। নরেন্দ্র মোদীর একটি ফ্যানপেজ এই টুইটে উত্তর দিয়েছে। ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও সাজ্জাদ লোনের ছবি দিয়ে সেই ফ্যান পেজ থেকে লেখা হয়, এদের সবার দোকান বন্ধ হওয়া দরকার। 

Latest Videos

 

 

কেউ আবার অনুপমের টুইটের উত্তরে লেখেন, এবার উৎসবের প্রস্তুতি নেওয়া হোক। জম্মু-কাশ্মীরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে অনুপমের এই টুইট নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। 

একদিকে কাশ্মীরে ৩৫ এ ও ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণার পরেই ওমর আবদুল্লা জানান এতে সমস্যার আরও অবনতি হবে। সেই মতোই জম্মু কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। 

প্রসঙ্গত, শুরু থেকেই বিজেপির নেওয়া প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে সহমত থেকেছেন অনুপম। 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury