শত্রুপক্ষের দর্প চূর্ণ করতে সফল ক্যুইক রিয়্যাকশন এয়ার মিসাইল-এর পরীক্ষা

Indrani Mukherjee |  
Published : Aug 05, 2019, 11:00 AM IST
শত্রুপক্ষের দর্প চূর্ণ করতে সফল ক্যুইক রিয়্যাকশন এয়ার মিসাইল-এর পরীক্ষা

সংক্ষিপ্ত

শত্রুপক্ষের দর্প চূর্ণ করতে ভারত আবার সফল ক্যুইক রিয়্যাকশন এয়ার মিয়াইলের পরীক্ষামুলক ফারায় সফল হল কাশ্মীর নিয়ে যখন প্রবল চাপানউতোর তখনই কিউআরএসএএম এর পরীক্ষায় সাফল্য পেল দেশ

শত্রুপক্ষের দর্প চূর্ণ করতে ভারত আবার সফল। রবিবার ক্যুইক রিয়্যাকশন এয়ার মিয়াইলের পরীক্ষামুলক ফারায় সফল হল। একদিকে কাশ্মীর নিয়ে যখন প্রবল চাপানউতোর তখনই কিউআরএসএএম অর্থাৎ ক্যুইক রিয়্যাকশন এয়ার মিসাই-এর পরীক্ষায় সাফল্য পেল কেন্দ্র। 

রবিবার ওড়িশার উপকূলীয় এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে চাঁদিপুরের কাছে বালাসোর ফ্লাইট টেস্ট রেঞ্জের কাছে ক্যুইক রিয়্যাকশন এয়ার মিসাইল-এর পরীক্ষা সফল হল। সংবাদ সংস্থা সূত্রে খবর,  এদিন একইসঙ্গে দু'টি মিসাইল টেস্ট করা হয়েছে। এদিন সকাল ১১.০৫ নাগাদ ওড়িশার চাঁদিপুরের কাছে আইআরটি অর্থাৎ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ-এর কমপ্লেক্স থ্রি থেকে একটি ট্রাকের ওপরে একটি উৎক্ষেপণ স্থল থেকে পরীক্ষা করা হয়। 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই ক্যুইক রিয়্যাকশন এয়ার মিয়াইলটি তৈরি করেছে। জানা গিয়েছে, মিসাইলটি ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরত্ব থেকে লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাতে পারে। শুধু তাই নয় একইসঙ্গে একাধিক টার্গেটে-এর দিকে লক্ষ্য রাখতে পারে অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন এই মিসাইল। সেইসঙ্গে একসঙ্গে অনেকটা পরিমাণ জ্বালানীও বহন করতে সক্ষম।  

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল