৭০ বছরের বেশি বয়স হলেই মিলবে যে কোনও হাসপাতালে ফ্রি চিকিৎসা! দারুণ ঘোষণা কেন্দ্রের, কীভাবে মিলবে এই সুবিধা?

Published : May 27, 2025, 09:39 AM IST

৭০ বছরের বেশি বয়স হলেই মিলবে যে কোনও হাসপাতালে ফ্রি চিকিৎসা! দারুণ ঘোষণা কেন্দ্রের, কীভাবে মিলবে এই সুবিধা?

PREV
17

এবার ৭০ বছরের বেশি বয়স হলেই মিলবে ফ্রি চিকিৎসার সুবিধা। দারুণ সুযোগ দিল কেন্দ্র। সিনিয়র সিটিজেনদের উপরে এবার দারুণ সুবিধা আসছে।

27

এই প্রকল্পের মাধ্যমে সরকারি-বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে সিনিয়র সিটিজেনদের বিনামূল্যে চিকিৎসা করার সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার।

37

হার্টের রোগ, ক্যানসার, ছানি অপারেশন, কিডনি সমস্যা, হাঁটু বা কোমরের অস্ত্রপচারের মতো চিকিৎসায় বিশেষ সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার।

47

কিন্তু কীভাবে মিলবে এই প্রকল্পের সুবিধা? আসুন জেনে নেওয়া যাক কীভাবে নাম নথিভুক্ত করবেন, এই প্রকল্পে। 

57

আয়ুষ্মান ভারত AYUSHMAN BHARAT অথবা PM-JAY সরকারি পোর্টালে আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। 

67

এই আওতায় দিল্লিতে মোট ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা কভারেজ মিলেছে।

77

অর্থাৎ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রবিণরা। এবার আর যেকোনও বড় চিকিৎসায় ভয় থাকলো না প্রবিণদের।

Read more Photos on
click me!

Recommended Stories