Summer Vacation: গরমের ছুটি মাত্র ২৮ দিন, নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য, কবে খুলবে স্কুল?

Published : May 27, 2025, 08:53 AM IST

Summer Vacation: পঞ্জাবে সরকারি ও বেসরকারি স্কুল ২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। অন্যান্য রাজ্যেও গরমের ছুটির বিভিন্ন তারিখ ঘোষণা করা হয়েছে।

PREV
110

ফের গরমের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। এবার সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে মাত্র ২৮ দিনের।

210

তাপপ্রবাহের কথা বিবেচনা করে, রাজ্যা ২ জুন ২০২৫ থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। ২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি। ১ জুলাই থেকে খুলে যাবে স্কুল।

310

সদ্য এক্স হ্যান্ডেলে এই বিশেষ পোস্ট করেছে সরকারে পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে… তাপপ্রহারে পরিপ্রেক্ষিতে, রাজ্যের সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত, স্বীকৃত এবং বেসরকারি স্কুল ২ জুন থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ থাকবে।

410

এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পঞ্জাবের সরকার। সেখানের সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি ২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

510

পঞ্জাবে এবছর গরমের ছুটি মাত্র ২৮ দিনের। ২ জুন থেকে পড়ছে ছুটি। চলবে ৩০ জুন পর্যন্ত।

610

তেমনই দিল্লিতে গরমের ছুটি ১১ মে থেকে শুরু হয়ে গিয়েছে। এই ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত। আবার উত্তর প্রদেশে গরমের ছুটি ২০ মে থেকে শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত।

710

রাজস্থানে গরমের ছুটি ১৫ মে থেকে শুরু হয়েছে। সেই ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত।

810

মধ্যপ্রদেশে গরমের ছুটি ১০ মে থেকে শুরু হয়ে গিয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত। বিহারে গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। হরিয়ানায় গরমের ছুটি ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

910

তেলেঙ্গানায় গরমের ছুটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ১১ জুন পর্যন্ত। তামিলনাড়ুতে গরমের ছুটি ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ২ জুন পর্যন্ত।

1010

কেরলায় গরমের ছুটি ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ৩১ মে পর্যন্ত। বাংলার স্কুলগুলোতেও চলছে গরমের ছুটি।

Read more Photos on
click me!

Recommended Stories