Cab Fare: খারাপ খবর সাধারণের জন্য, দ্বিগুণ হচ্ছে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবগুলোর ভাড়া?

Published : Jul 03, 2025, 01:20 PM ISTUpdated : Jul 03, 2025, 01:21 PM IST

ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবের ভাড়া বাড়তে চলেছে। পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, ভাড়া দ্বিগুণ পর্যন্ত হতে পারে। মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ এবং সর্বাধিক ২০০ শতাংশ পর্যন্ত ভাড়া নেওয়া যাবে।

PREV
110

রাত হোক বা ভোরের দিকে কিংবা যত দূরেই হোক না এখন যাওয়া আসা নিয়ে তেমন চিন্তা নেই কারওর।

210

যেখানেই থাকুন না কেন, ওলা উবরের মতো ক্যাবগুলোর ভরসায় আমাদের যাতায়াত আরও সহজ হয়েছে। এবার বাড়ছে ওলা উবরের খরচ।

310

পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকায় তুমুল শোরগোল গোটা দেশজুড়ে। দ্বিগুণ হচ্ছে ওলা-উবরের মতো অ্যাপ ক্যাবগুলোর ভাড়া?

410

নতুন নিয়ম অনুসারে, যদি কোনও যাত্রার মূল ভাড়া ১০০ টাকা হয়, তাহলে ক্যাব সরবরাহকারীদের সর্বনিম্ন ৫০ টাকা চার্জ করতে হবে। সার্জ প্রাইসিং-র অধীনে সর্বাধিক ২০০ টাকা পর্যন্ত নিতে পারে।

510

এতদিন মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করা যেত। কিন্তু, ১ জুলাই নির্দেশিকাতে বলা হয়েছে, মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাওয়া যাবে।

610

কিন্তু, দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ দাবি করা যাবে।

710

ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাকে। মূল ভাড়া নির্ধারণ করবে রাজ্যসরকার।

810

পিকআপ পয়েন্ট ক্যাবের অবস্থান থেকে তিন কিলোমিটারের কম হলে, কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য চার্জ করা হবে না।

910

যাত্রা ৩ কিমি বেশি হয়, সে ক্ষেত্রে ভাড়া কেবল পিকআপ থেকে ড্রপ-অফ পর্যন্ত প্রযোজ্য হবে।

1010

আগামী ৩ মাসের মধ্যে সংশোধিত নির্দেশিকাগুলো বাস্তবায়ন করা হবে।

Read more Photos on
click me!

Recommended Stories