Narendra Modi on Star Award: তিন দশক পর প্রথম সফর, ঘানায় মোদীকে 'গার্ড অফ অর্নার' সম্মান

Published : Jul 03, 2025, 08:08 AM IST

PM Narendra Modi: ব্রিকস সম্মেলন শেষে আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার  ঘানা দিয়েই শুরু করলেন নমো তার প্রথম সফর। দেখুন ফটো গ্যালারিতে… 

PREV
18
ঘানা সফরে প্রধানমন্ত্রী

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে  ব্রিকস সম্মেলন শেষ হতেই একগুচ্ছ বিদেশ সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানায় পা দিয়েই তার এই সফর শুরু করলেন প্রধানমন্ত্রী। 

28
তিনদশক পর ঘানায় প্রধানমন্ত্রী

এই প্রথমবার তিন দশক পর কোনও ভারতীয় প্রধানন্ত্রী গেলেন ঘানা সফরে। ফলে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রের মোদীর এই ঘানা সফর বেশ তাৎপর্যপূর্ণ। 

38
মোদীকে স্বাগত

এদিন ঘানার একঝাঁক খুদে শিশুরা মিলে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গেয়ে মোদীকে স্বাগত জানান। এরপর আলিঙ্গন কূটনীতিও সেরে ফেললেন প্রধানমন্ত্রী। আক্রায় পা রেখেই বুকে জড়িয়ে ধরলেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে।

48
মোদীকে ঘানার সর্বোচ্চ সম্মান

ঘানায় পা রাখার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয় ঘানার সর্বোচ্চ  সম্মান। এদিন ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার'-এ ভূষিত হয়েছেন তিনি। বৈশ্বিক নেতৃত্বে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। গত তিন দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফর করলেন।

58
তাৎপর্যপূর্ণ সফর

প্রধানমন্ত্রীর এই সফর এবং এই সম্মান প্রাপ্তি দুই দেশের সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে। ঘানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মান প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতার আরও এক বড় প্রমাণ। 

68
সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রীর

ঘানার রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা'য় ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ‘এক্স’ হ্যান্ডেলে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "ঘানার 'দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার' সম্মানে ভূষিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত।"

78
মোদীর দাবি

প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘’এই সম্মান কেবল তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং তিনি এটি ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে গ্রহণ করছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ভারতের জনগণের প্রতি তাঁর অঙ্গীকার এবং এই সম্মানকে দেশের সম্মিলিত অর্জন হিসেবে তুলে ধরে। এই স্বীকৃতি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব তুলে ধরছে।''  

88
ভারতের যুবসমাজকে ঘানার সম্মান উৎসর্গ

ঘানার রাষ্ট্রীয় সম্মান 'অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার' গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মানকে ভারতের যুবসমাজ, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। তিনি বলেন যে, ‘’এই পুরস্কার কেবল একটি ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং এটি ভারতের প্রাণবন্ত তরুণ প্রজন্ম, বহু শতাব্দীর পুরোনো ঐতিহ্য এবং ঘানার সঙ্গে আমাদের গভীর বন্ধুত্বের প্রতীক।'' 

Read more Photos on
click me!

Recommended Stories