বিহারের আরায় দুর্গাপুজো মণ্ডপের কাছেই সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব, গুলিতে জখম ৪

সারা দেশের বিভিন্ন রাজ্যের মতোই বিহারেও দুর্গাপুজো হয়। কিন্তু আরা জেলায় দুর্গাপুজোকে কেন্দ্র করেই মারাত্মক ঘটনা ঘটে গেল।

বিহারের ভোজপুর জেলার আরা শহরে রবিবার ভোরে দুর্গাপুজো মণ্ডপের সামনে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। বাইকে চড়ে এসে এলোপাথারি গুলি চালায়। ভোর পাঁচটা নাগাদ নওয়াদা থানা অঞ্চলের মৌলাবাগ অঞ্চলে দুর্গাপুজো মণ্ডপের কাছে এই কাণ্ড ঘটে। দুষ্কৃতীদের গুলিতে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন দুর্গাপুজো কমিটির সদস্য। গুলি চালানোর পর উপস্থিত লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু তারা ঠিক কী কারণে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। আহত ব্যক্তিদের আরা শহরে বাবু বাজার অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আছেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশন কুমার ও সিপাহি কুমার। আরমানের পিঠের ডানদিকে গুলি লেগেছে। সুনীলের বাঁ হাতে গুলি লেগেছে। রোশনের ডান পায়ে হাঁটুর নীচে গুলি লেগেছে। সিপাহির কোমরে গুলি লেগেছে। সবারই চিকিৎসা চলছে।

দুষ্কৃতী তাণ্ডবের তদন্তে পুলিশ

Latest Videos

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নওয়াদা থানার ইন্সপেক্টর বিপীন বিহারী ও সাব-ইন্সপেক্টর ওয়াহিদ আলি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশের পক্ষে এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে একজোড়া গুলির খোল উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের উদ্দেশ্য জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ

৪ দুষ্কৃতীর তাণ্ডব

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দু'টি বাইকে চড়ে মোট চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছে তাণ্ডব চালায়। সুনীল জানিয়েছেন, ভোরবেলা তিনি দুর্গাপুজো মণ্ডপের বাইরে চেয়ারে বসেছিলেন। সেই সময় হঠাৎ চারজন এসে গুলি চালাতে শুরু করে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মুম্বইয়ে দশেরার রাতে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন, গ্রেফতার ২

BREAKING NEWS: ব্যারাকপুরে অর্জুন সিং-এর বাড়িতে বোমা-গুলি, গুরুতর জখম বিজেপি নেতা

হঠাৎ বাড়িতে ঢুকে পরের পর গুলি! মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ল বাড়ির চার সদস্য, ভয়ঙ্কর ঘটনা জানলে আঁতকে উঠবেন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল