গুলিতে ঝাঁঝরা NCP নেতা বাবা সিদ্দিকি, রাতেই কাঁদতে কাঁদতে হাসপাতালে গেলেন সলমন খান

শনিবার রাতে ৬৬ বছরের বাবা সিদ্দিকি দশেরার বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় পরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

 

Saborni Mitra | Published : Oct 13, 2024 5:12 AM IST / Updated: Oct 13 2024, 10:43 AM IST

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি করে খুন করেছে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের দল। তেমনই অনুমান মুম্বই পুলিশের। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বলিউড অভিনেতা সলমন খান।

শনিবার রাতে ৬৬ বছরের বাবা সিদ্দিকি দশেরার বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় পরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। বুকে ও পেটে গুলি লাগে। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনে হাত রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের। এই ঘটনায় এখনও পর্যন্ত গুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন কর্নেইল সিং ও ধরমরাজ কাশ্য়প। একজন উত্তর প্রদেশ, অন্যজন হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর জেরায় দুজনেই খুনের কথা স্বীকার করে নিয়েছে।

Latest Videos

পুলিশ জানিয়েছে নিজের ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকির দফতরেরবাইরে দশেরার বাজি পোড়াচ্ছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ৯.৯ এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে। প্রত্যেকের মুখেই রুমাল চাপা ছিল। গাড়ি করে তিনজন দুষ্কৃতী এসেছিল। তিন রাউন্ড গুলি চলেছে। এই ঘটনায় একজন এখনও পলাতক।

নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গভীর রাতেই সলমন খান যান হাসপাতালে। অভিনেত্রী শিল্পা শেঠী ও রাজকুন্দ্রাও যান হাসপাতালে। প্রত্যেকেরই চোখে ছিল জল। বলিউডের সঙ্গে গভীর যোগাযোগ ছিল বাবা সিদ্দিকীর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অহিংসার পথেই বিচার পাক অভয়া, অভিনব থিম বাপুজি নগর শারদ উৎসবে | Durga Puja 2024 | RG Kar Protest |
অনশনরত আরও এক ডাক্তার অসুস্থ! নিয়ে যাওয়া হল সিসিইউ'তে | Junior Doctors Hunger Strike | RG Kar |
সাঁতরাগাছি তরুণ সংঘের (Santraganchi Tarun Sangha) অনন্য আকর্ষণ! নজর কাড়লো বিপুল দর্শকদের!|Durga Puja
ঢাকের তালে দেবী বন্দনা #shorts #durgapuja #durgapuja2024 #durgapujashorts
আরও তীব্র আন্দোলন! আরও চাপে মমতা! আমরণ অনশনে যোগ আরও দুই জুনিয়র ডাক্তারের | Kolkata Doctor News