শনিবার রাতে ৬৬ বছরের বাবা সিদ্দিকি দশেরার বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় পরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি করে খুন করেছে মুম্বইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের দল। তেমনই অনুমান মুম্বই পুলিশের। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বলিউড অভিনেতা সলমন খান।
শনিবার রাতে ৬৬ বছরের বাবা সিদ্দিকি দশেরার বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় পরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। বুকে ও পেটে গুলি লাগে। গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনে হাত রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের। এই ঘটনায় এখনও পর্যন্ত গুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন কর্নেইল সিং ও ধরমরাজ কাশ্য়প। একজন উত্তর প্রদেশ, অন্যজন হরিয়ানার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর জেরায় দুজনেই খুনের কথা স্বীকার করে নিয়েছে।
পুলিশ জানিয়েছে নিজের ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকির দফতরেরবাইরে দশেরার বাজি পোড়াচ্ছিলেন। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ৯.৯ এমএম পিস্তল থেকে গুলি করা হয়েছে। প্রত্যেকের মুখেই রুমাল চাপা ছিল। গাড়ি করে তিনজন দুষ্কৃতী এসেছিল। তিন রাউন্ড গুলি চলেছে। এই ঘটনায় একজন এখনও পলাতক।
নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গভীর রাতেই সলমন খান যান হাসপাতালে। অভিনেত্রী শিল্পা শেঠী ও রাজকুন্দ্রাও যান হাসপাতালে। প্রত্যেকেরই চোখে ছিল জল। বলিউডের সঙ্গে গভীর যোগাযোগ ছিল বাবা সিদ্দিকীর।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।