এবার করোনাভাইরাসের থাবা খোদ জাতীয় রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘরে। কোভিডে আক্রান্ত কেরজিওয়ালের স্ত্রী সুনীতি কেজরিওয়াল। মঙ্গলবার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান সঙ্গে সঙ্গেই সেল্ফ আইসোলেশনে চলে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও। তাঁর স্ত্রীও রয়েছেন বাড়িতে। মৃদু উপসর্গ থাকায় বাড়তে রেখেই তাঁর চিকিৎসার ব্যবস্থ করা হয়েছে।
দিল্লিতে ক্রমশই ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা মহামারি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২১১ জন। আক্রান্তের সংখ্যা বাড়ায় রীতিমত চাপ বাড়ছে দিল্লির হাসপাতালগুলিতে। আগে থেকেই কেজরিওয়াল প্রশাসন জানিয়েছিল দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে অক্সিজেন ও করোনাভাইরাসের ওষুধ রেমডেসিভির বাড়ন্ত। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে ৬ দিনের লকডাউন ডাকা হয়েছে। লকডাউন শেষ হবে আগামী সোমবার ভোর ৬টায়। কেজরিওয়াল জানিয়েছিলেন দিল্লিতে সংক্রমণের চেইন ভাঙতেই লকডাউন ডাকা হয়েছে।
কেন আমরা এভাবে করোনাভাইরাসের টিকা অপচয় করছি, মহামারির নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ দিল্লি আদালতের ...
করোনাভাইরাসের সংক্রণ বাড়ছে, কুম্ভ মেলাকে প্রতীকী রাখার আর্জি প্রধানমন্ত্রী মোদীর .
শুধু দিল্লি নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশে আক্রান্তের সংখ্যা দেড় কোটিরও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে আড়াই লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। সব মিলিয়ে দেশের করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগ জনক বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা।