অশিক্ষিত ইতিহাস জানেন না, মোদীকে জাতির জনক বলায় ট্রাম্পকে তীব্র আক্রমণ ওয়াইসি-র

Published : Sep 25, 2019, 04:15 PM ISTUpdated : Sep 25, 2019, 04:25 PM IST
অশিক্ষিত ইতিহাস জানেন না, মোদীকে জাতির জনক বলায় ট্রাম্পকে তীব্র আক্রমণ ওয়াইসি-র

সংক্ষিপ্ত

নরেন্দ্র মোদীকে 'ভারতের জনক' বলে নয়া বিতর্ক তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্টকে তীব্র আক্রমণ করলেন আসাউদ্দিন ওয়াইসি তাঁর দাবি 'ভারতের জনক' খেতাব শুধুমাত্র মহাত্মা গান্ধীই পেতে পারেন ট্রাম্প বলেছিলেন মোদীর শাসনের আগে ভারত ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় ছিল  

মঙ্গলবারই নরেন্দ্র মোদীকে 'ভারতের জনক' বলে নয়া বিতর্ক তৈরি করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্টকে তীব্র আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি এদিন বলেছেন, 'ভারতের জনক' খেতাব শুধুমাত্র একজনই পেতে পারেন, তিনি হলেন মহাত্মা গান্ধী। কারণ তিনিই সমবেদনা, বহুত্ববাদ এবং ভ্রাতৃত্বের নীতিতে ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন।

ট্রাম্পের ওই মন্তব্যকে ভিত্তিহীন বলে ওয়াইসি মার্কিন প্রেসিডেন্টকে অশিক্ষিত বলে কটাক্ষও করেন। তিনি আরও বলেন ভারত বা মহাত্মা গান্ধীর ইতিহাস নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনও ধাররণাই নেই।

মঙ্গলবার নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই ট্রাম্প মোদীকে ভারতের জনক বলে অভিহিত করেছিলেন। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারত ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তারপর অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মোদী জাতির জনকের মতো ভারতকে ঐক্যবদ্ধ করেন।

 

PREV
click me!

Recommended Stories

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে খেললেন মেসিরা, কলকাতাকে টেক্কা দিল হায়দরাবাদ
১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের