এশিয়া কাপ ২০২৫: আইসিসি-র শুনানি শেষ, শাস্তি পেতে পারেন হ্যারিস রউফ, সাহিবজাদা ফারহান

Published : Sep 26, 2025, 05:31 PM ISTUpdated : Sep 26, 2025, 05:59 PM IST
Sahibzada Farhan

সংক্ষিপ্ত

Asia Cup 2025: রবিবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান (India vs Pakistan) লড়াই। তবে তার আগে মাঠের বাইরে দুই দলের লড়াই চলছে। একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি (ICC)।

DID YOU KNOW ?
করমর্দন এড়াচ্ছে ভারত
চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২ ম্যাচেই করমর্দন এড়িয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ফাইনালেও একই নীতি নিচ্ছে ভারত।

India vs Pakistan: ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সতর্ক করে ছেড়ে দিলেও, পাকিস্তানের দুই ক্রিকেটার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও হ্যারিস রউফকে (Haris Rauf) শাস্তি দিতে পারে আইসিসি (ICC)। গত রবিবার চলতি এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন সাহিবজাদা ও রউফ মাঠের মধ্যেই প্ররোচনামূলক আচরণ করেন। এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানায় বিসিসিআই (BCCI)। শুক্রবার আইসিসি-র শুনানিতে যোগ দিতে হয় পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে। সাহিবজাদা ও রউফ নিজেদের বিতর্কিত আচরণের পক্ষে সাফাই গেয়ে নির্দোষ বলে দাবি করলেও, সম্ভবত তাতে চিঁড়ে ভিজছে না। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিতে পারে আইসিসি। তাঁরা নির্বাসিত হতে পারেন। রবিবার এশিয়া কাপ ফাইনাল। তার আগেই পাকিস্তানের দুই ক্রিকেটারকে নির্বাসিত করতে পারে আইসিসি।

কী শাস্তি দেবে আইসিসি?

পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে নির্বাসিত করা হবে না অন্য কোনও শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনও আইসিসি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে রউফের যে মোটা অঙ্কের জরিমানা হচ্ছে, তা নিশ্চিত। এই পেসার ভারতীয় দলের দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুবমান গিলকে (Shubman Gill) উদ্দেশ্য করে গালিগালাজ করেন, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের উদ্দেশ্যে প্ররোচনামূলক আচরণ করেন। এই কারণেই তিনি শাস্তি পেতে চলেছেন। সাহিবজাদা অর্ধশতরান করার পর গ্যালারির উদ্দেশ্যে গুলি চালানোর ভঙ্গি করেন। যদিও তাঁর দাবি, তিনি ভারতীয়দের উদ্দেশ্যে ওই আচরণ করেননি। তিনি পাখতুন উপজাতির (Pakhtun tribe) মানুষ। তাঁদের সমাজে এভাবেই আনন্দ উদযাপন করার রীতি রয়েছে। তবে ঐতিহ্যের দোহাই দিলেও, সম্ভবত শাস্তি এড়াতে পারছেন না সাহিবজাদা।

সম্ভবত শাস্তি পাচ্ছেন না সূর্যকুমার

চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই বিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করা এবং গ্রুপের ম্যাচের পর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) শিকার হওয়া পরিবারগুলিকে জয় উৎসর্গ করার জন্য সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, সম্ভবত তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না আইসিসি। তবে ভারতের অধিনায়ককে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

'বাধাহীন ভাবেই ভারতকে তেল বিক্রি করবে রাশিয়া', দিল্লি সফরে এসে মোদীকে সাফ বার্তা পুতিনের
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের