India vs Pakistan: এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে সুবিধা করতে না পেরে মাঠের বাইরে চাপ তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান। পাল্টা ভারতও ব্যবস্থা নিচ্ছে।

DID YOU
KNOW
?
করমর্দনে না ভারতের
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ২ ম্যাচেই করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা।

Suryakumar Yadav: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচে (India vs Pakistan) করমর্দন না করা, গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় দেশের সশস্ত্রবাহিনী (Armed Forces) ও পহেলগাঁও জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে উৎসর্গ করার জন্য কি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কি শাস্তি পাবেন? তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। বৃহস্পতিবার সেই অভিযোগের ভিত্তিতে আইসিসি-র (International Cricket Council) শুনানিতে হাজির হন ভারতের অধিনায়ক। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson) সূর্যকুমারের বক্তব্য শোনেন। তিনি শুক্রবার রায় দিতে পারেন। তারপরেই জানা যাবে সুপার ফোর পর্যায়ে ভারতের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) এবং ফাইনালে সূর্যকুমার খেলতে পারবেন কি না।

পাল্টা অভিযোগ বিসিসিআই-এর

পিসিবি যখন সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তখন বিসিসিআই-ও (BCCI) পাল্টা পাকিস্তানের পেসার হ্যারিস রউফ (Haris Rauf) এবং ওপেনার সাহিবজাদা ফারহানের (Sahibzada Farhan) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই দুই ক্রিকেটার ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ চলাকালীন মাঠেই প্ররোচনামূলক আচরণ করেন। বিসিসিআই-এর অভিযোগের ভিত্তিতে দুই পাকিস্তানি ক্রিকেটারকে আইসিসি-র শুনানির মুখোমুখি হতে হবে। তাঁদের সাজাও পেতে হতে পারে।

কী বলেছিলেন সূর্যকুমার?

১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমার বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার হওয়া পরিবারগুলির পাশে আছি। আমরা সংহতির বার্তা দিচ্ছি। আমাদের সশস্ত্রবাহিনীকে এই জয় উৎসর্গ করছি। ওঁরা অনেক সাহসের পরিচয় দিয়েছেন। আশা করি ওঁরা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে যাবেন। আমরা মাঠে যখনই সুযোগ পাব তখনই সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’ টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আগার (Salman Agha) সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার। ম্যাচের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এতেই পাকিস্তানের ক্রিকেট মহলের গোঁসা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।