ATM PIN নম্বর নিয়ে সাবধান!। যে কোনও সময় এই নম্বর হাতিয়ে নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে হ্যাকাররা। নিমেষেই আপনি হতে পারেন সর্বশান্ত। আর সেই কারণেই ATM PIN নম্বর নিয়ে প্রথম থেকেই সাবধান হন।
26
এই নম্বর কখনই না
তাই ATM PIN সেট করার আগে নম্বর নিয়ে সর্বদাই সচেতন হন। এই জাতীয় নম্বর গুলি কখনই ATM PIN নম্বর করবেন না। তাহলেই দুই মিনিটেই খালি হয়ে যাবে আপনার পুরো ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।
36
জন্ম তারিখ আর মোবাইল নম্বর
জন্ম তারিখ আর মোবাইল নম্বর থেকে সাবধান। অনেকেই পিন সহজে মনে রাখার জন্য এই দুটি নম্বর ব্যবহার করেন। কিন্তু এই নম্বরগুলি সহজেই হ্যাক করা যায়। কারণ বিভিন্ন পাবলিক ডোমেনে এই নম্বরগুলি থাকে। পরিচিতরাও এই নম্বরগুলি জানে। সেই কারণে হ্যাক করা অনেক সহজ হয়ে যায়।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ATM PIN নম্বর হল 1234। এই নম্বর হ্যাক করা খুবই সহজ। এছাড়াও 0000, 2222, 3333, 1212, 1122। এই নম্বরগুলি অনেকেরই পিন হয়। তাই এগুলি সেট করার আগে অবশ্যই চিন্তাভাবনা করুন।
56
সাইবার চোরদের নিশানা
সাইবার চোররা সবার আগে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য জন্ম তারিখ, গাড়ির নম্বর, অথবা জনপ্রিয় নম্বরগুলিকেই প্রথম টার্গেট করে। তাই এই নম্বরগুলি ATM PIN
হলে সহজেই হ্যাক করা যায়।
66
কেমন ATM PIN নম্বর সেট করবেন?
এই কারণেই ATM PIN সেট করার সময় সর্বদাই মিশ্র প্যাটার্নের পিন তৈরি করুন। ৬ মাস অন্তর পিন নম্বর বদল করুন। ভুলেও নিজের পিন নম্বর কাউকে শেয়ার করবেন না।