আফগান যুদ্ধে অংশ নেওয়া পাকিস্তান কমান্ডোই কাশ্মীরে জঙ্গি হামলার মূলে, ভারতীয় সেনা বাহিনীর ভয়ঙ্কর রিপোর্ট

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলায় রীতিমত কঠোর হচ্ছে ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তানি জঙ্গিদের মোকাবিলায় এবার উপত্যকায় মোতায়েন করা হয়েছেস ৫০০ প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো।

 

Saborni Mitra | Published : Jul 20, 2024 5:09 AM IST / Updated: Jul 20 2024, 12:00 PM IST
110
জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান সেনা বাহিনীর প্রত্যক্ষ মদত হয়েছে উপত্যকার জঙ্গি হামলায়।

210
কাশ্মীরে পাকিস্তানের সেনা বাহিনীর মদত

রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের এলিট কমান্ডো বাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি-র প্রাক্তন অফিসাররাই জঙ্গিদের মদত আর প্রশিক্ষণ দিয়েছিল। তাদের প্রশিক্ষণেই কাশ্মীরের জঙ্গিরা দূরপাল্লার এম৪ কার্বাইনের মত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছিল।

310
পাক জঙ্গি মোকাবিলায় তৎপর ভারত

পাকিস্তানের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের মোকাবিলায় ভারতীয় সেনা বাহিনী ৫০০ প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো মোতায়েন করছে। প্রয়োজন অনুসারে তাদের স্থান বদল করা হবে।

410
পাক জঙ্গি অনুপ্রবেশ

ভারতীয় সেনা বাহিনীর রিপোর্ট অনুযায়ী সীমান্ত পেরিয়ে ৫০-৫৫ জন পাকিস্তানের জঙ্গি এই দেশে অনুপ্রবেশ করেছে।

510
সক্রিয় গোয়েন্দা বিভাগ

পাকিস্তানের জঙ্গিদের রুখতে ভারতীয় সেনাবাহিনী তাদের সমস্ত গোয়েন্দা বিভাগগুলিকে সক্রিয় করেছে। জঙ্গিদের সমর্থনদেয় এমন সকলের ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছে। জঙ্গিদের গতিবিধি জানতে ও আগাম পরিকল্পনা সম্পর্কে জানতে চেষ্টা করেছে।

610
জঙ্গিদের অস্ত্র নিয়ে বড় আশঙ্কা

ভারতীয় সেনা বাহিনীর রিপোর্টে বলা হয়েছে জঙ্গিদের হাতে রয়েছে প্রচুর অস্ত্র। সেগুলির অধিকাংশই ২০২১ সালে আফগানিস্তানে ফেলে যাওয়া আমেরিকা সেনা বাহিনীর। তালিবানদের হয়ে যে পাকি সেনারা যুদ্ধ করছিল তাদের মারফত সেই অস্ত্র এসেছে জঙ্গিদের হাতে।

710
জঙ্গি মোকাবিলায় কঠোর ভারতীয় সেনা

সেনা বাহিনী ইতিমধ্যেই শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৩৫০০-৪০০০ সদস্যের একটি ব্রিগেড মোতায়েন করছে। অত্যাধুনিক অস্ত্রও সরবরাহ করা হয়েছে সেনা জওয়ানদের।

810
বুলেট নিয়ে রিপোর্ট

ভারতীয় সেনা বাহিনীর রিপোর্ট বলা হয়েছে জঙ্গিদের হাতে রয়েছে অত্যাধিক শক্তিশালী আমেরিকান বুলেট। মার্কিন সেনা যেসব বুলেট ২০২১ সালে আফগানিস্তানে ফেলে গিয়েছিল সেগুলি বর্তমানে জঙ্গিদের হাতে রয়েছে। এই বুলেট এতটাই শক্তিশালী যে বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করার ক্ষমতা রাখে।

910
মার্কিন অস্ত্র জঙ্গিদের হাতে

রিপোর্টে বলা হয়েছে তালিবানদের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন এসএসজি কমান্ডোর কয়েকটি গ্রুপ এসেছিল। তাদের পোশাক আর অস্ত্রই পরবর্তীকালে চলে গিয়েছিল লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, কাশ্মীর টাইগার্সের মতো জঙ্গিগোষ্ঠীগুলির হাতে।

1010
জম্মু ও কাশ্মীরে পরপর হামলা

জম্মু ও কাশ্মীরের পরপর জঙ্গি হামলা হচ্ছে। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন প্রশাসন। জঙ্গি মোকাবিলায় একের পর এক পদক্ষেপ করছে ভারতীয় সেনা বাহিনী।

Share this Photo Gallery
click me!

Latest Videos