ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের মধ্যে ঢুকে পড়েছে, রাম মন্দির নিয়ে যোগী আদিত্যনাথের কড়া বার্তা

Published : May 18, 2024, 06:38 PM ISTUpdated : May 18, 2024, 06:39 PM IST
CM YOGI

সংক্ষিপ্ত

যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, উন্নত ভারত গড়তে নির্বাচনে লড়াই করছে। 

শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের মধ্যে মোঘল বাদশা ঔরঙ্গজেবের আত্মা প্রবেশ করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেসকে নিশানা করে এমনটাই বলেছেন। উত্তরাধিকার কর প্রবর্তন নিয়ে কংগ্রেসকে চড়া সুরেই নিশানা করেছেন তিনি। বলেছেন, উত্তরাধিকার কর ঔরঙ্গজেব আরোপিত জিজিয়া করের মতই।

মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, উন্নত ভারত গড়তে নির্বাচনে লড়াই করছে। আদিত্যনাথ আরও বলেন, নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসছেন তাতে কোনও সন্দেহ থাকা উচিৎ নয়। তারপরই তিনি বলেন, 'উত্তরাধিকার কর ঔরঙ্গজেবের দ্বারা আরোপিত জিজিয়া করের মত। ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের মধ্যে প্রবেশ করেছে।' তিনি আরও বলেন, ঔরঙ্গজেবের অমুসলিম নাগরিকদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন। কংগ্রেসও তাই করতে চলেছে বলেও দাবি করেন তিনি।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতের ১৪০ কোটি মানুষের অনুভূতির প্রতীক বলেও মনে করেন। তিনি বলেন, ভগবান রাম নিশ্চিত করবেন যে বিরোধী জোট ক্ষমতায় এলেই অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে দেবে। তবে মন্দির ধ্বংস করার জন্য কংগ্রেস ক্ষমতায় আসবে না বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে হিন্দুদের প্রতিটি উৎসবের আগে দেশে দাঙ্গা হত। আদিত্যনাথ আরও বলেন, যারা পাকিস্তানপব্থী তাদের সেই দেশে গিয়েই ভিক্ষা করতে হবে। যারা সেই দেশের প্রশংসা করছে তাদের জায়গাও সেই দেশ। এই দেশে তাদের কোনও জায়গা নেই বলেও দাবি করেন তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!