ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের মধ্যে ঢুকে পড়েছে, রাম মন্দির নিয়ে যোগী আদিত্যনাথের কড়া বার্তা

যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, উন্নত ভারত গড়তে নির্বাচনে লড়াই করছে।

 

Saborni Mitra | Published : May 18, 2024 1:08 PM IST / Updated: May 18 2024, 06:39 PM IST

শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের মধ্যে মোঘল বাদশা ঔরঙ্গজেবের আত্মা প্রবেশ করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেসকে নিশানা করে এমনটাই বলেছেন। উত্তরাধিকার কর প্রবর্তন নিয়ে কংগ্রেসকে চড়া সুরেই নিশানা করেছেন তিনি। বলেছেন, উত্তরাধিকার কর ঔরঙ্গজেব আরোপিত জিজিয়া করের মতই।

মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁও শহরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, উন্নত ভারত গড়তে নির্বাচনে লড়াই করছে। আদিত্যনাথ আরও বলেন, নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসছেন তাতে কোনও সন্দেহ থাকা উচিৎ নয়। তারপরই তিনি বলেন, 'উত্তরাধিকার কর ঔরঙ্গজেবের দ্বারা আরোপিত জিজিয়া করের মত। ঔরঙ্গজেবের আত্মা কংগ্রেসের মধ্যে প্রবেশ করেছে।' তিনি আরও বলেন, ঔরঙ্গজেবের অমুসলিম নাগরিকদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন। কংগ্রেসও তাই করতে চলেছে বলেও দাবি করেন তিনি।

Latest Videos

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতের ১৪০ কোটি মানুষের অনুভূতির প্রতীক বলেও মনে করেন। তিনি বলেন, ভগবান রাম নিশ্চিত করবেন যে বিরোধী জোট ক্ষমতায় এলেই অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করে দেবে। তবে মন্দির ধ্বংস করার জন্য কংগ্রেস ক্ষমতায় আসবে না বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে হিন্দুদের প্রতিটি উৎসবের আগে দেশে দাঙ্গা হত। আদিত্যনাথ আরও বলেন, যারা পাকিস্তানপব্থী তাদের সেই দেশে গিয়েই ভিক্ষা করতে হবে। যারা সেই দেশের প্রশংসা করছে তাদের জায়গাও সেই দেশ। এই দেশে তাদের কোনও জায়গা নেই বলেও দাবি করেন তিনি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
আর একটু বাকি! ফুঁসছে নদী, রাস্তার উপর দিয়ে বইছে জল, আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি Alipurduar Flood
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা