Aajtak Axis My India Exit Poll 2023: মোদী ম্যাজিকে ভর করে নাগাল্যান্ডে সরকার গড়তে পারে বিজেপি, আর কে কোথায়

Published : Feb 27, 2023, 07:56 PM ISTUpdated : Feb 27, 2023, 08:44 PM IST
vote

সংক্ষিপ্ত

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ও আজতকের এক্সিট পোলে ৩৮-৪৮টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে ন্যাশানালিস্ট ডেমোক্রেটিক প্রোগেসিভ পার্টি ও বিজেপি জোট।

 

ত্রিপুরার মতই এবার গেরুয়া হবে নাগাল্যান্ড। কারণ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার ও আজতকের এক্সিট পোলে ৩৮-৪৮টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে ন্যাশানালিস্ট ডেমোক্রেটিক প্রোগেসিভ পার্টি ও বিজেপি জোট। তিন থেকে আটটি আসন জিততে পারে নাগা পিপলস ফ্রন্স। একটি বা দুটি আসন জিততে পারে কংগ্রেস। অন্যান্যদের ঝুলিতে থাকবে ১৫টি আসন।

আজটক-এর এক্সিট পোল

নাগাল্যান্ড ৬০ আসন

ম্যাজিক ফিগার ৩১

দল আসন

এনডিপিপি ৩৮-৪৮

এনপিএফ ৩-৪

কংগ্রেস ১-২

অন্যান্য ৫-১৫

বিস্তারিত আসছে...

 

PREV
click me!

Recommended Stories

মহিলা আর প্রবীণ রেলযাত্রীদের জন্য বরাদ্দ লোয়ার বার্থ, সুখবর দিলেন রেলমন্ত্রী
ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ