কয়েক দিন কয়েক আগেই আমুল এবং মাদার ডেয়ারি এই দুই সংস্থা দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। ঠিক একই সময়েই বাজারে এল রামদেব বাবার দুধ। লক্ষ্য ক্রেতাদের আগের দামে দুধ দেওয়া।
রামদেবের স্পষ্ট বক্তব্য, 'দেশে ক্রমাগত দুধের দাম বেড়ে চলেছে। সেই কারণেই পতঞ্জলি এবার দুধ বিক্রি করবে। লিটারে ৪০ টাকা দাম হবে দুধের। এই দাম অন্যান্য বাজারের দুধের প্যাকেট এর থেকে অন্তত ৪ টাকা কম'।
এই মুহূর্তে রামদেবের লক্ষ্য, প্রতিদিন চার লক্ষ লিটার দুধ মানুষের কাছে পৌঁছে দেওয়া। শুধু দুধ নয়, বেশ কয়েকটি দুগ্ধজাত পণ্যও বিক্রি করতে চলেছে।
এই মূহুর্তে রাজস্থান ও হরিয়ানার গো বলয় থেকে থেকে দুধ কিনছে রামদেবের সংস্থা পতঞ্জলি। রামদেবের নিজের বয়ানে, 'এই মুহূর্তে আমরা ১৫০০০ জনের থেকে সরাসরি দুধ কিনি। তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে যায়।'
এদিন হরিদ্বারে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন হয় পতঞ্জলি গোশালা ফার্মের তরফে। সেখান থেকেই রামদেব দাবি তোলেন, ২৩ মে ভারতে মোদী দিবস পালন করা উচিত। রামমন্দিরের স্বপক্ষেও বক্তব্য রাখেন যোগগুরু।