দীর্ঘ ৩১ মাস খাদ্য-পানীয় ছাড়া মাঝ সমুদ্রে ভেসে চলেছে দুই ভারতীয়

  • এ যেন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা
  • ফুরিয়ে এসেছে খাদ্য-পানীয়-জ্বালানী
  • অসহায়ভাবে যেন মৃত্যুর প্রহর গুনছেন ওই দুই ভারতীয় নাবিক

ফুরিয়ে এসেছে খাদ্য-পানীয়-জ্বালানী। যতদূর চোখ যায়, দিগন্ত বিস্তৃত এলাকায় চারিদিকে শুধু জল আর জল। এ যেন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা। দীর্ঘ ৩১ মাস ধরে এইভাবেই পারস্য উপসাগরের বুকে একটি জাহাজে চেপে ভেসে বেড়াচ্ছে দুই ভারতীয় নাগরিক। জাহাজটির অবস্থা এতটাই শোচনীয় যে, যে-কোনও মুহূর্তেই তলিয়ে যেতে পারে সমুদ্রের জলে। অসহায়ভাবে যেন মৃত্যুর প্রহর গুনছেন ওই দুই ভারতীয় নাবিক।  

উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ মিশ্র এবং তাঁর সঙ্গে রয়েছেন তামিলনাড়ু নিবাসী আর এক ভারতীয়। এমভি তামিম আলদার নামে ওই জাহাজে টানা ৩১ মাস তাঁরা ভেসে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি উপকূলের পারস্য উপসাগরে। খাদ্য,পানীয় ও জ্বালানী শেষ হয়ে যাওয়ায় একপ্রকার নিরুপায় হয়েই নিজেদের অবস্থার কথা জানিয়ে খবর পাঠিয়েছেন তাঁরা। জানা গিয়েছে জ্বালানির অভাবে চলছে না জাহাজ। বন্ধ হয়ে গিয়েছে প্রধান ইঞ্জিন জেনারেট। বিপজ্জনক ওই জাহাজটি যে-কোনও মুহূর্তেই তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।  

Latest Videos

এখানেই শেষ নয়, গত ২৬ মাস ধরে বেতনও পাচ্ছেন না বিকাশ মিশ্র। সম্বল বলতে কয়েকটা ন্যুডলস-এর প্যাকেট। মুম্বইয়ের একটি সংস্থার হাত ধরে জাহাজে কাজ করা শুরু করেছিল তাঁরা। তবে তাঁদের এই দুরবস্থার কথা দেরিতে হলেও জানতে পেরেছেন ভারতের কনসোল জেনারেল (দুবাই)। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যত শীঘ্রই সম্ভব উদ্ধার করা হবে ওই দুই নাবিককে।

Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News