রাজস্থানের কোটাতে লাগাতার মৃত্যুমিছিল! মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী দুই জয়েন্ট পড়ুয়া

Published : Jan 09, 2025, 02:01 PM IST
11 year old child commits suicide

সংক্ষিপ্ত

গত ২৪ ঘণ্টায় ২ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন রাজস্থানের পরিচিত ‘এডুকেশন হাব’ শহরে। 

সরকারি পদক্ষেপ নিয়েও কোনও লাভ হচ্ছে না। বরং, কোটায় মৃত্যুমিছিল এখনও অব্যাহত।

গত ২৪ ঘণ্টায় ২ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন রাজস্থানের পরিচিত ‘এডুকেশন হাব’ শহরে। মধ্যপ্রদেশ এবং হরিয়ানার বাসিন্দা দুই জয়েন্ট এন্ট্রান্স পড়ুয়ার দেহ উদ্ধার করেছে পুলিশ।

মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ২০ বছরের অভিষেক গত বছর মে মাসে কোটায় জয়েন্ট এন্ট্রান্সের কোচিংয়ের জন্য এসেছিলেন এবং কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন তিনি। কিন্তু হটাৎই নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যে ৭.৪৫ মিনিট নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। এরপর অভিষেককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, হরিয়ানার বাসিন্দা ১৯ বছরের নীরজ আবার হোস্টেলেই থাকতেন। সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পরপর দুটি আত্মহত্যার ঘটনানিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে।

সেইসঙ্গে, প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, তাহলে কোটায় আত্মহত্যা রুখতে একাধিক সরকারি পদক্ষেপ গ্রহণ করে কী লাভ হচ্ছে? যদিও প্রশাসনের দাবি, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কিছুটা কমে গেছিল আত্মহত্যার প্রবণতা। কিন্তু ফের ২০২৫ সালে সুইসাইড। কেন? সামাজিক চাপ নাকি ইঁদুর দৌড়ে ছুটতে গিয়েই এই পরিণতি হচ্ছে ছাত্রছাত্রীদের? উঠছে একাধিক প্রশ্ন।

মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ২০ বছরের অভিষেক গত বছর মে মাসে কোটায় জয়েন্ট এন্ট্রান্সের কোচিংয়ের জন্য এসেছিলেন। তিনি কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন তিনি। কিন্তু হটাৎই নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি