পরের মাস থেকে এই ভাতা আর পাবেন না কোনও সরকারি কর্মী! ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মাথায় হাত পড়তে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মীর। ঐতিহাসিক রায়ে এক বিশেষ ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে কোনও ভাবেই এই ভাতা আর সরকারি কর্মীদের দেওয়া হবে না।

বিরাট রায় সুপ্রিম কোর্টের। আর কয়েক মাসের মধ্যেই কার্যকর হতে চলেছে বড় নিয়ম। এতে সরকারি কর্মীদের বেতনও কমে যেতে পারে। এই নির্দেশের ফলে মাথায় হাত পড়তে চলেছে লক্ষ লক্ষ সরকারি কর্মীর। ঐতিহাসিক এই রায়ে এক বিশেষ ভাতা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে কোনও ভাবেই এই ভাতা আর সরকারি কর্মীদের দেওয়া হবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশ কী

Latest Videos

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনও সরকারি কর্মী এইচআরএ পাওয়ার যোগ্য না। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহতা এই নির্দেশ দেন। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনও সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবেন না বলে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে সম্প্রতি এক সরকারি কর্মী এইচআরএ নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে। তাকে কিছুদিন আগে এইচআরএ ফেরত দেওয়ার নোটিস পাঠানো হয়। সরকারি কর্মীর অফিস থেকে পাঠানো সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওদিকে ওই সরকারি কর্মীর বাবাও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী। সুপ্রিম কোর্টে মামলা উঠলে জোর ধাক্কা খান ওই কর্মচারী। শীর্ষ আদালত জানিয়েছে, এইচআরএ ফেরত চেয়ে অফিস ওই সরকারি কর্মীকে যে নোটিশ পাঠিয়েছেন তা সম্পূর্ণ বৈধ।

আইন অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী যদি একটি সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে ভাগাভাগি করে থাকেন, তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী নিজে একজন সরকারি কর্মচারী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তার বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। এই আবহে তিনি ওই ভাড়াবাড়ির জন্য ভাতা পেতে পারেন না।

উল্লেখ্য, ভোটের আগেই মহার্ঘ ভাতা বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মীদের। আগে ৪৬% হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রের কর্মীরা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০%। এছাড়াও আরও একাধিক ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এরই মাঝে এবার হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today