"বিজেপি ক্ষমতায় এলেই মমতা জেলে ঢুকবে!" তিহার জেল থেকে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি কেজরিওয়ালের

Published : May 12, 2024, 09:53 AM ISTUpdated : May 12, 2024, 10:01 AM IST
kejriwal chunav .jpg

সংক্ষিপ্ত

"বিজেপি ক্ষমতায় এলেই মমতা জেলে ঢুকবে!" তিহার জেল থেকে মুক্তি পেয়েই এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেজরিওয়াল

"বিজেপি ক্ষমতায় এলেই মমতা জেলে ঢুকবে!" তিহার জেল থেকে মুক্তি পেয়েই এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেজরিওয়াল। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বলেন, " এই অরাজগতা জনতা শেষ করবে, জনগণ বিচার করবে"

শনিবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, " মোদী ফের ক্ষমতায় এলে মমতাকে জেলে ঢোকাবেন, বিজেপি কেষমতায় এলে কয়েক দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাবেন আমি লিখে দিতে পারি। বিজেপি ক্ষমতায় এলে মমতা দিদি, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন সহ অন্যান্য বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পাঠাবে। মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।

শুধু বিরোধী নেতারাই নয়। বিপদে পড়বেন বহু বিজেি নেতাও। এমনও দাবি করেছেন অরবিন্দ। তিনি জানিয়েছেন লাল কৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, এম এল খট্টরের রাজনীতি শেষ। এমনকী উত্তর প্রদেশের মুখযমন্ত্রীও নাকি বিপদে আছেন। সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কেজরিওয়াল।

গত ২১ মার্চ মদ কেলেঙ্কারি কাণ্ডে টানা ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এই কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল দিল্লির উপমুখ্যমন্ত্রীকেও। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি খারিজের পরই গ্রেফতার করা হয় তাঁকে। ঝাড়খণ্ডের পর দিল্লি, গ্রেফতার হতে পারে আরও এক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কেজরিওয়াল।

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব