এই প্রশ্ন উঠছে কারণ পূর্ব অভিজ্ঞতা বলছে, একটি পে প্যানেল চালু হতে সাধারণত দু থেকে তিন বছর সময় লেগে যায়। উদাহরণস্বরূপ, ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে ২০০৬ সালে গড়া হয়েছিল প্যানেল। কমিশন সরকারের কাছে রিপোর্ট ২০০৮ সালে জমা করে। তবে পে কমিশন লাগু হতে-হতে ২০০৮ সালের অগস্ট হয়ে যায়। অর্থাৎ, প্রায় ২২ থেকে ২৪ মাস লেগে যায়।