DA নিয়ে খারাপ খবর সরকারি কর্মীদের জন্য! আদৌ কি বাড়বে টাকা? জারি নয়া বিজ্ঞপ্তি

Published : Aug 02, 2024, 02:49 PM ISTUpdated : Aug 02, 2024, 02:50 PM IST

আদৌ কি বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের টাকা! কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই সামনে এল চিন্তার খবর!

PREV
19

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে ডিএ বৃদ্ধি নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছে। যা দেখে রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে বহু সরকারি কর্মীর! আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।

29

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুসারে ৫০% হারে ডিএ পাচ্ছেন। তবে এবার শোনা যাচ্ছে, তাঁদের মহার্ঘ ভাতা কম বাড়ানো হবে। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

39

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩% হারে ডিএ বৃদ্ধি কার্যত নিশ্চিত। তবে ৪% হারে বাড়বে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। উক্ত প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সেপ্টেম্বর মাসে ৩-৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র।

49

একইসঙ্গে বলা হয়েছে, ৩% হারে ডিএ বৃদ্ধি নিশ্চিত, তবে ৪% হারে বাড়ানো হবে কিনা সেটা মূল্যবৃদ্ধির হারের ওপর নির্ভর করবে।

59

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে নানান জল্পনা কল্পনা চলছে। একটি মহলে জল্পনা চলছিল, বেসিক পে-র সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে।

69

তবে ওই প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ডিএ ৫০%-এর অধিক হয়ে গেলেও এখনই এই পথে হাঁটবে না কেন্দ্র, বরং তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

79

জানা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনের কথা যখন ঘোষণা করা হবে, তখনই একেবারে কেন্দ্র সরকারি কর্মীদের বেসিক পে নিয়ে হেরফের করা হবে। তার আগে অবধি এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

89

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে ইতিমধ্যেই দু’টি প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত এই নিয়ে কেন্দ্র কোনও প্রস্তাব বিবেচনা করছে না।

99

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে বলে খবর।

click me!

Recommended Stories