IMD Alert: লা নিনার প্রভাব, আরও ভয়ঙ্কর ভূমিধস আর বন্যার ঘটনা ঘটতে পারে সেপ্টেম্বরে- সতর্ক করল মৌসম ভবন
বর্ষার (Monsoon)শেষলগ্ন আরও ভয়ঙ্কর হতে পারে। প্রবল বৃষ্টিতে বানভাসী আর ভূমিধসের মত ঘটনা ঘটতে পারে বলে এখন থেকেই সতর্ক করেছে মৌসম ভবন (IMD)।
Saborni Mitra | Published : Aug 2, 2024 8:01 AM IST / Updated: Aug 02 2024, 04:47 PM IST
লা নিনার কারণে
বর্ষার শেষলগ্ন আরও ভয়ঙ্কর হতে পারে। প্রবল বৃষ্টিতে বানভাসী আর ভূমিধসের মত ঘটনা ঘটতে পারে বলে এখন থেকেই সতর্ক করেছে মৌসম ভবন।
সেপ্টেম্বর মাসে প্রবল বৃষ্টি
মৌসম ভবনের পূর্বাভাস সেপ্টেম্বর মাসে লা নিনার কারণে প্রবল বৃষ্টি হতে পারে। পাহাড়ী এলাকায় বৃষ্টি বাড়বে। যার কারণে বন্যার আশঙ্কা থাকবে।
ভূমিধসের সম্ভাবনা
পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা করেছে মৌসম ভবন।
প্রাকৃতিক দুর্যোগের কারণ
লা নিনা, মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে শীতল সমুদ্রের তাপমাত্রার একটি চক্রাকার ঘটনা। সাধারণভাবে যা মৌসুমিবায়ের দ্বারা বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দেয়। তাতেই বৃষ্টি বাড়বে।
বৃষ্টির ঘাটতি
মৌসম ভবনের আশঙ্কা লা নিনার প্রভাবে দেশের কিছু অংশে বৃষ্টিপাতের ঘাটতি থাকতে পারে। ইতিমধ্যেই ৮টি রাজ্যে জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছে।
মৌসম ভবনের বার্তা
বর্ষার মরশুমের দ্বিতীয় পর্বে পূর্ব ভারতের উত্তর-পূর্ব এবং সংলগ্ন অঞ্চল, লাদাখ, সৌরাষ্ট্র ও কচ্ছের কিছু অংশ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কম বৃষ্টির পূর্বাভাস
মধ্য ও উপদ্বীপের ভারতের কিছু বিচ্ছিন্ন পকেট যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জুন মাসে ঘাটতি
জুন মাসে গোটা দেশে বৃষ্টির ঘাটতি ছিল ১১ শতাংশ। যার কারণে কিছুটা ক্ষতি হয়েছে ধান চাষের।
জুলাইয়ে বেশি বৃষ্টি
দেশে জুলাইয়ে ৯ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে। যার কারণে লাভ হয়েছে কৃষিকাজের।
কৃষি কাজে লাভ
বৃষ্টি-নির্ভর এলাকায় চাষ সম্প্রসারণ করতে সুবিধে হয়েছে। গত শুক্রবারের মধ্যে চাষের মোট জমির মধ্যে ৮১২ লক্ষ হেক্টরে পৌঁছেছে বৃষ্টির জল। যা গত বছরের তুলনায় বেড়েছে ১৮ লক্ষ পর্যন্ত।