'কত অকৃতজ্ঞ', সোশ্যাল মিডিয়ায় মহম্মহ ইউনুসকে তুলোধনা করে বাংলাদেশ ভাঙের ফর্মুলা প্রাক্তন সেনা কর্তার

Published : Dec 05, 2024, 07:34 PM IST
Bangladesh

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশ ভাঙার সূত্র দেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মহ ইউনুসকেও তুলোধনা করেন। 

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারে সরব হয়েছে অনেক ভারতীয়রা। এই অবস্থায় বাংলাদেশ ভেঙে বাঙালি ও হিন্দুদের জন্য পৃথক দেশ তৈরির দাবিও উঠতে শুরু করেছে। বাংলাদেশ ভাঙে পৃথক দেশ তৈরির ফর্মুলা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের প্রাক্তন সেনা কর্তা জিডি বক্সি। সোশ্যাল মিডিয়ায় তিনি বাংলাদেশের একটি ম্যাপও শেয়ার করেছেন। সেখানেই এক অংশ দেখিয়েছেন 'হিন্দুদেশ'।

সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশ ভাঙার সূত্র দেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মহ ইউনুসকেও তুলোধনা করেন। জিডি বক্সি লিখেছেন, 'মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্রজিহাদিবাদে পরিণত হয়েছে। এটি গণহত্যার মধ্যমে তার হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায় এবং লড়াইয়ের জন্য উৎসাহিত করছে বলে মনে হচ্ছে। ১৯৭১ সালে ৩৮০০ জনেরও বেশি ভারতীয় সৈন্য, নবিক, বিমান সেনারা এই দেশকে ঘাতক পাকিস্তান বাহিনীর হাত থেকে মুক্ত করতে জীবন দিয়েছিলেন। কত অকৃতজ্ঞ আপনি হতে পারেন! যদি তারা হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত রাখে তবে এটি সম্ভাব্য সমাধান...' বলে বাংলাদেশের দ্বিখণ্ডীত ম্যাপের ছবি দিয়েছে। সেখানে তৈরি করেছেন হিন্দুদেশ।

 

 

ভারতের প্রাক্তন সেনা কর্তার তৈরি ম্যাপে রংপুর, দিনাজপুর এলাকা নিয়ে তৈরি হয়েছে পৃথক হিন্দুদেশ।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে বাংলাদেশ। বর্তমানে ভারতের শত্রু দেশ হিসেবেই নিজের অবস্থান তৈরি করেছে মহম্মদ ইউনুসের বাংলাদেশ। সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে। আর তলব করা হচ্ছে ভারতীয় রাষ্ট্রদূতরে। সূত্রের খবর বাংলাদেশে বর্তমানে পাকিস্তান আর চিনের কার্যকলাপ বেড়েছে। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছে নয়াদিল্লি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি