হাতছাড়া হতে পারে তথ্য জানার অধিকার, কেন্দ্রের ডেটা প্রোটেকশন বিলের তীব্র বিরোধিতা করছে ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ মঞ্চ

সংগঠনের দাবি, বহু সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করা নাগরিক অধিকার এই বিলের মধ্যে দিয়ে খর্ব করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। 

মোদী সরকার কর্তৃক সংসদে পেশ করা হয়েছে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, বিভিন্ন তথ্য সুরক্ষা করার বিধি লঙ্ঘন করলে সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপের নিয়ম দেওয়া রয়েছে এই বিলে। নাগরিক সমাজের একটি অংশ হিসেবেএই বিলের বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ’ । সম্প্রতি লোকসভায় অর্থ বিল হিসেবে পেশ করা হয়েছে এই ডেটা প্রোটেকশন বিল।

ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ’ সংগঠনের দাবি, বিজেপি সরকার এই বিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার আইনকে খর্ব করার চেষ্টা করছে। এই বিল আইনে পরিণত হলে নাগরিক অধিকারের প্রশ্নটি আরও সংকুচিত হয়ে যাবে বলে জানানো হয়েছে। এই মঞ্চের সমর্থকরা একই সঙ্গে এও আশঙ্কা করছেন যে, এই বিল আইনে পরিণত হলে, এর সুবিধা নেবে রিজার্ভ ব্যাঙ্ক সহ ভারতের অন্যান্য সব ব্যাঙ্কগুলি। তারা ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি কর্পোরেট সংস্থাগুলির নাম প্রকাশ বন্ধ করে দেবে। তাদের ঋণ খেলাপের অঙ্ক, তাদের জন্য কত টাকার ঋণ মুকুব করা হল প্রভৃতি জরুরি তথ্যাদি আর খুঁজে পাওয়া যাবে না।

Latest Videos

একইসঙ্গে এই ডেটা প্রোটেকশন বিল আইনে পরিণত হলে, সরকারী প্রকল্প থেকে সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা, নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পত্তির হিসেব সহ বহু গুরুত্বপূর্ণ তথ্যাদিকে ব্যক্তিগত সুরক্ষার পরিসরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। মঞ্চের বক্তব্য, যে নাগরিক অধিকার বহু সংগ্রামের মধ্যে দিয়ে অর্জন করা গিয়েছিল, তা বর্তমান কেন্দ্রীয় সরকার হরণ করতে চাইছে এই বিলের মধ্যে দিয়ে। মঞ্চ একইসঙ্গে আশঙ্কা করছে, এই বিলের মাধ্যমে বহু জালিয়াত তাদের কুকার্যে সফল হবে এবং সমাজে দুর্নীতির আরও নতুন নতুন ছবি সামনে আসবে। ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ’-এর দাবি, এই ‘কালা বিল’ প্রত্যাহার করে নেওয়া। এই দাবি নিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতিবাদে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন। সারা ভারত জুড়ে এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-

NASA Pictures: সৌরজগতের অত্যাশ্চর্য ছবি, নাসা-র ক্যামেরায় অসাধ্য সাধন
ইডি-র তলব সম্পর্কে আত্মবিশ্বাসী নুসরত, যশের পাশে দাঁড়িয়ে সাহসী বার্তা
Imran Khan: ৩ বছরের সাজা ঘোষণার পরেই ইমরান খানকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ
Viral Video: ভয়ঙ্কর ভিডিও! NCC ক্যাডেটদের ট্রেনিং-এ কলেজের ভিতরেই নৃশংস অত্যাচার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam