২৬ ডিসেম্বর (শুক্রবার) : বড়দিন উপলক্ষ্যে আইজাল, কোহিমা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ ডিসেম্বর (শনবার) : বড়দিন উপলক্ষ্যে শুধু কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ ডিসেম্বর (রবিবার) : উ কিাং নাংবাহের মৃত্যুবার্ষিকীর কারণে শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর (সোমবার) : নববর্ষের আগের দিন বা ইমোইনু ইরাতপা। এদিন আউজল এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এরই সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও মাসে চারটি রবিবার ছুটি থাকে।