Bank Holidays: ডিসেম্বরে প্রায় ১৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক , প্রকাশ্যে এল ছুটির তালিকা, দেখে নিন এক ক্লিকে

Published : Nov 28, 2025, 08:38 AM IST

ডিসেম্বর মাসে মোট ১৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণ সাপ্তাহিক ছুটির পাশাপাশি, বড়দিন এবং বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসব উপলক্ষে এই ছুটিগুলি ধার্য করা হয়েছে। আপনার জরুরি কাজ সারার আগে সম্পূর্ণ ছুটির তালিকাটি দেখে নিন।

PREV
15

আর মাত্র ২ দিন। তারপরই শুরু হবে চলতি বছরের শেষ মাস। এদিকে আগামী মাসে আপনার ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে বাড়তে চলেছে চিন্তা। কারণে টানা ১৯ দিন ডিসেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনতিতেও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও মাসে চারটি রবিবার ছুটি থাকে। এবার তার সঙ্গে জুড়ে গেল আরও ছুটির দিন।

25

ডিসেম্বর মাসের শেষে ২৫-শে ডিসেম্বরে প্রায় সব জায়গায় থাকে ছুটি। তেমনই মাসের শেষ সপ্তাহ তথা বছরের শেষে এই বড়দিন উদযাপন নিয়ে বিভিন্ন রাজ্যে থাকে ছুটি। এবার এক ঝলকে দেখে নিন এই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রকাশ্যে এল ছুটির তালিকা।

35

১ ডিসেম্বর (সোমবার) : রাজ্য প্রতিষ্ঠা দিবস বা স্বদেশি আস্থা দিবস। এদিন ইটানগর এবং কোহিমায় ব্যাঙ্ক বন্ধ।

৩ ডিসেম্বর (বুধবার) : সেন্ট ফ্রান্সিস জেভিয়ার উৎসব। এদিন পানাজিতে ব্যাঙ্ক বন্ধ।

১২ ডিসেম্বর (শুক্রবার) :পা টোগান নেংমিঞ্জা সাংমার মৃত্যুবার্ষিকী। শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।

১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) : উ সোসো থামের মৃত্যুবার্ষিকী। এদিন শিলং-এব্যাঙ্ক বন্ধ।

45

১৯ ডিসেম্বর (শুক্রবার) : গোয়া মুক্তি দিবস। এদিন পানাজিতে ব্যাঙ্ক বন্ধ।

২০ ডিসেম্বর (শনিবার) : লোসৌং বা নামসৌং। এদিন গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।

২২ ডিসেম্বর (সোমবার) : লোসৌং বা নামসৌং। এদিন গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।

২৪ ডিসেম্বর (বুধবার) : বড়দিনের আগের দিন আইজল, কোহিমা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) : বড়দিন উপলক্ষ্যে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

55

২৬ ডিসেম্বর (শুক্রবার) : বড়দিন উপলক্ষ্যে আইজাল, কোহিমা এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ ডিসেম্বর (শনবার) : বড়দিন উপলক্ষ্যে শুধু কোহিমায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ ডিসেম্বর (রবিবার) : উ কিাং নাংবাহের মৃত্যুবার্ষিকীর কারণে শিলং-এ ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর (সোমবার) : নববর্ষের আগের দিন বা ইমোইনু ইরাতপা। এদিন আউজল এবং ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এরই সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও মাসে চারটি রবিবার ছুটি থাকে।

Read more Photos on
click me!

Recommended Stories