- Home
- India News
- Bank Holidays: একই দিনে একাধিক উৎসব, আজ কি ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ? দেখে নিন RBI-র ছুটির তালিকা
Bank Holidays: একই দিনে একাধিক উৎসব, আজ কি ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ? দেখে নিন RBI-র ছুটির তালিকা
আজ গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকছে। এই তালিকায় কলকাতা, নয়াদিল্লি, মুম্বই সহ একাধিক বড় শহর রয়েছে। তবে, গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা চালু থাকবে।

আজ পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম ধর্মগুরু শ্রী গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় দিনটি। এই পবিত্র দিনটি গুরুপরব বা প্রকাশ উৎসব নামেও পরিচিত। প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন পালিত হয় এই দিনটি। আজ এই বিশেষ উৎসব উপলক্ষ্যে বন্ধ থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতর। ছুটি রয়েছে অনেক বেসরকারি অফিসেও। জেনে নিন আজ ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ?
গোটা অক্টোবর জুড়ে ছিল নানান উৎসব। উৎসবের রেশ আছে নভেম্বরেও। সে কারণে বিভিন্ন পুজো ও বিশেষ দিন উপলক্ষ্যে ব্যাঙ্কে আছে একাধিক ছুটি। মাসের শুরুতেই প্রকাশ্যে এসেছে ছুটির তালিকা। মাসে দুটি শনিবার ও চারটি রবিবার ছাড়াও প্রতি মাসে একাধিক উৎসবের কারণে ব্যাঙ্কে থাকে ছুটি। এবার দেখে নিন সেই ছুটির আপডেট। গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে জেনে নিন আজ ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ?
আজ ৫ নভেম্বর বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন গুরু নানকের জন্মদিন, কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে ছুটি। আজ আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীপড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ আছে।
আজ ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন -এ কাজ করতে পারবেন। তেমনই ATM থাকবে সব সময় খোলা। ফলে টাকা তুলতেও কোনও সমস্যা হবে না। কিন্তু, ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে হোক বা কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ করা যাবে না।
তেমনই আগামী কাল ৬ নভেম্বর বিহার বিধানসভার সাধারণ নির্বাচনের কারণে পাটনায় ব্যাঙ্কে ছুটি। ৭ নভেম্বর শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে শিলং-এ। সেখানের আদি দেবতা সালজং বা সূর্য দেব পুজিত হবেন এই দিন। ৮ নভেম্বর শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে কনকদাস জয়ন্তী পালিত হবে সেদিন।

