Bank New Rules: ১৫ মে শেষ দিন, এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Published : May 01, 2025, 11:52 AM IST

Bank New Rules: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি নিরাপদ? ১৫ মে এর মধ্যে আধার-প্যান লিঙ্ক, KYC আপডেট এবং ন্যূনতম ব্যালেন্স নিশ্চিত করুন। অন্যথায়, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

PREV
111

হাতে মাত্র কটা দিন। এই ১৫ মে-র মধ্যে এই নির্দিষ্ট কাজ না করলে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।

211

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি নিরাপদ রয়েছে? আধার ও প্যান লিঙ্ক করছেন রয়েছে?

411

প্রথমত সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান এবং আধার সংযুক্ত করতে হবে। তাই যদি এখনও পর্যন্ত লিঙ্ক না করে থাকেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। সঙ্গে হতে পারে জরিমানা।

511

দ্বিতীয়ত আপনার KYC আপডেট করা বাধ্যতামূলক। আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেন আইডি এবং আয়ের প্রমাণপত্র ব্যাঙ্কের কাছে জমা দেওয়া জরুরি। বিশেষ করে যে অ্যাকাউন্ট অনেক দিন ব্যবহার করেননি, তারা এই কাজ অবশ্যই করুন।

611

সেভিংস অ্যাকাউন্ট এবার ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি হল। এটা ব্যাঙ্ক ভেদে আলাদা। তাই আপনার ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে তা জেনে নিন।

711

এবার যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২৪ মাস ধরে নিষ্ক্রিয় সেগুলোকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হতে পারে।

811

তাই আপনি যদি দীর্ঘদিন আপনার অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন তাহলে এই কাজ করে নিন ১৫ তারিখের মধ্যে।

911

আধার, প্যান লিঙ্ক করা হয়ে গিয়েছে বাধ্যতামূলক। আর এই কাজ করার সময় বেঁধে দিয়েছে সরকার।

1011

তেমনই KYC আপডেট করা বাধ্যতামূলক করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। ১৫ তারিখের মধ্যে অবশ্যই এই কাজ করে নিন।

1111

তাই দেরি না করে দ্রুত এই কাজ করে নিন। তা না হলে পরে সমস্যা তৈরি হতে পারে।

click me!

Recommended Stories