নতুন বছরের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে নিয়ম, ব্যাঙ্ক খোলা থাকার নতুন সময় জেনে নিন

Published : Dec 20, 2024, 05:07 PM ISTUpdated : Dec 20, 2024, 05:26 PM IST
Tamilnad Mercantile Bank

সংক্ষিপ্ত

এখন বেশিরভাগ মানুষই ঘরে বসে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম সেরে নেন। কিন্তু তারপরেও বিভিন্ন প্রয়োজনে ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এই কারণে ব্যাঙ্কের কাজের সময় জেনে নেওয়া জরুরি।

১ জানুয়ারি, ২০২৫ থেকে ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা খোলা ও বন্ধের সময় এবার একই হয়ে যাচ্ছে। এতদিন বিভিন্ন ব্যাঙ্কের শাখা খোলা ও বন্ধের সময় আলাদা হওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হত। কোনও ব্যাঙ্কের শাখা খুলত সকাল ১০টায়, আবার কোনও ব্যাঙ্কের শাখা খুলত সকাল সাড়ে ১০টা বা ১১টায়। ব্যাঙ্কের শাখাগুলি বন্ধের সময়ও আলাদা ছিল। এবার এ বিষয়ে সমতা আনার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। ১ জানুয়ারি থেকে মধ্যপ্রদেশের সর্বত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শাখা খুলবে সকাল ১০টায় এবং বন্ধ হবে বিকেল চারটেয়। মধ্যপ্রদেশের স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যাঙ্কের পরিষেবার মান বাড়বে বলে মত আধিকারিকদের।

ব্যাঙ্কে মানুষের প্রয়োজন বদলে গিয়েছে

এখন খুব কম গ্রাহকই নিয়মিত ব্যাঙ্কে টাকা জমা দিতে বা তুলতে যান। ঋণ, বিভিন্ন খাতে বিনিয়োগ, কেওয়াইসি সংক্রান্ত কাজই বেশি হয়। অনেক সময় কাজের প্রয়োজনে একাধিক ব্যাঙ্কের শাখায় যেতে হয়। এই কারণে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা একই সময়ে খুললে এবং বন্ধ হলে সবারই সুবিধা হয়। সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

অন্য রাজ্যগুলিও মধ্যপ্রদেশের পথে হাঁটবে?

সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা একই সময়ে খোলা ও বন্ধ থাকলে গ্রাহকদের সুবিধা হয়। এর ফলে ব্যাঙ্কের গ্রাহকদের হয়রানি কমতে পারে। কাউকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এর ফলে বিভিন্ন ব্যাঙ্কের কাজে তারতম্য থাকবে না। এই কারণে মধ্যপ্রদেশের মতো দেশের অন্য রাজ্যগুলিতেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা খোলা ও বন্ধের সময় এক হলে সবারই সুবিধা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভুয়ো বিয়ের কার্ডের ফাঁদে সাবধান! নিমন্ত্রণ ভেবে PDF লিঙ্কে ক্লিক করলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Bank Holidays: ডিসেম্বরে টানা ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কীভাবে হবে কাজ, জেনে নিন

স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর! রাতারাতি হতে পারেন বড়লোক, দারুণ অফার নিয়ে হাজির এই ব্যাঙ্ক

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত