OTT শেয়ার না করেও টাকা হচ্ছে লোপাট, প্রকাশ্যে এল নয়া ব্যাঙ্ক জালিয়াতির হদিশ

Published : Mar 05, 2025, 12:12 PM IST
online scam

সংক্ষিপ্ত

ডিজিটাল লেনদেনের সুবিধার পাশাপাশি, OTT শেয়ার না করেও টাকা লোপাটের নতুন পদ্ধতি। আরবিআই জানাল, কিউআর কোড, কার্ডের তথ্য, ওটিপি শেয়ার ইত্যাদি বিষয়ে সতর্ক না হলে বিপদ।

ডিজিটাল লেনদেন মানুষের কাজকর্ম যতটা সুবিধা করেছে ততটা বিপদ ডেকে এনেছে। ভুয়ো ফোন রিসিভ করে বা OTT শেয়ার করে অনেকেরই খোয়া গিয়েছে টাকা। এবার প্রকাশ্যে এল আরও এক বড় জালিয়াতির খবর। OTT শেয়ার না করেও টাকা হচ্ছে লোপাট। জেনে নিন ওটিপি শেয়ার করলে বা না করলে কী বিপদ হতে পারে। জানাল আরবিআই।

ওটিপি শেয়ার করলে কী কী বিপদ হয়

ঋণ প্রদানকারী অ্যাপগুলো কখনও কিউআর কোড স্ক্যান করতে বলে। আবার কখনও ওটিপি নিয়ে জালিয়াতি করে।

কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে আসা ইমেল বা মেসেজে ক্লিক করলে যদি আপনার আধার, প্যান, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর দেন তাহলে জালিয়াতের ফাঁদে পড়বেন।

তেমনই অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। কেউ ফোন করে ব্যক্তিগত তথ্য জানতে চাইলে ভুলেও তা দেবেন না।

OTT শেয়ার না করেও হতে পারে বিপদ

ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর বা সিভিভ কাউকে বলে দিলে ওটিপির প্রয়োজন হবে না আপনার টাকা তুলতে।

রেস্তোরাঁ বা পেট্রল পাম্পে ক্রেডিট বা ডেবিট কার্ডেই টাকা লেনদেন হয়। এই সময় কার্ড কারও হাতে দিলে বিপদ। সেই কার্ডের কেউ ছবি তুলে রাখলে ওটিপি বা পিন ছাড়া জালিয়াতি করতে পারে।

প্রতারকরা অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। সেই টাকা ফেরত চেয়ে কিউআর কোড স্ক্যান করতে বলা হচ্ছে। আর এটা করলেই ফাঁকা হয়ে যাচ্ছে পুরো অ্যাকাউন্ট।

বর্তমানে এমন ভাবে জালিয়াতির শিকার হচ্ছেন অনেকে। তাই সময় থাকতে সচেতন হন। ভুলেও কাউকে ওটিপি দেবেন না। তেমনই নিজের ক্রেডিট বা ডেবিট কার্ড কাউকে দেবেন না। সামান্য অসতর্ক হলে হতে পারে বিপদ। সমস্ত টাকা খোয়াতে পারেন। একে বলা হয় ব্যাঙ্ক ওটিপি বাইপাস স্ক্যাম। এই জালিয়াতি বাড়ছে ক্রমশ। তাই সব সময় খেয়াল রাখুন এই কয়টি বিষয়।

 

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়