এবার থেকে সপ্তাহে এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিকেলেও তুলতে পারবেন টাকা? নিয়মে বড় বদল আনল কেন্দ্র

Published : Dec 06, 2024, 12:24 PM IST

এবার থেকে সপ্তাহে এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিকেলেও তুলতে পারবেন টাকা? নিয়মে বড় বদল আনল কেন্দ্র

PREV
17

বহুদিন ধরেই সপ্তাহে ৫ দিন কাজের দাবি করছেন ব্যাঙ্ক কর্মীরা। এবার মাসে বাড়তি ২ দিন ছুটি পেতে পারেন ব্যাঙ্কের কর্মীরা।

27

শনি ও রবিবার মোট ২ দিন ছুটি থাকতে পারে ব্যাঙ্ক। এবার থেকে প্রথম ও তৃতীয় শনিবারেও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

37

তবে মাসে দুটি শনিবার বাড়তি ছুটি পাওয়ার জন্য অন্যান্য দিন বেশি কাজ করতে হবে ব্যাঙ্কের কর্মীদের।

47

এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। তার বদলে প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট বেশি কাজ করতে হবে ব্যাঙ্ক কর্মীদের।

57

জানা গিয়েছে চলতি বছর ডিসেম্বর থেকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। তবে কি চলতি মাস থেকেই এই নতুন ছুটির প্রকল্প শুরু হচ্ছে?

67

খুব তাড়াতাড়ি এবার মাসে ৬ দিনের বদলে ৮ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা। ব্যাঙ্ক কর্মচারি ইউনিয়ন এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনও এই বিষয়ে একমত।

77

এবার থেকে সকাল ৯ টা ৪৫ থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। এবার থেকে বেড়ে যাচ্ছে ব্যঙ্ক খোলা থাকার সময়।

click me!

Recommended Stories