DA News: আর মাত্র ১ মাস পরে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানি, ডিএ-র আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
আর মাত্র এক মাস! তারপরই সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেছে। তাই আশঙ্কায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।
আর মাত্র এক মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। এখনও পর্যন্ত যা খবর তাতে ৭ জানুয়ারি ২০২৫ সালে সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে মহার্ঘ ভাতা মামলা।
১৪তম শুনানি
৭ জানুয়ারি যদি সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা ওঠে তাহলে সেটা হবে সেই মামলার ১৪তম শুনানি। ১৩তম শুনানি হয়েছিল চলতি বছর জুলাই মাসে।
আশা রাজ্য সরকারি কর্মীদের
সুপ্রিম কোর্টের আগামী শুনানি নিয়ে আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা। কারণ শেষ শুনানিতে আদালত বলেছিল এই মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে।
২ জানুয়ারি হাতে কজলিস্ট
আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট কজলিস্ট দিতে পারে। তাতেই জানা যাবে ডিএ মামলার শুনানি কবে কখন কোথায় হবে।
কজলিস্ট নিয়ে বার্তা
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনই মামলার কজলিস্ট হাতে পাবেন না তাঁরা। সুপ্রিম কোর্ট বড়দিনের ছুটির পর ২ জানুয়ারি খুলবে। সেই দিনই কজলিস্ট দিতে পারে আদালত।
ডিএ মামলা শুনবেন
সুপ্রিম কোর্টে এবার ডিএ মামলা শুনবেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভাট্টি। এই মামলা প্রথম থেকেই শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায়। জানিয়ারিতে তাঁর অবসরগ্রহণের কথা রয়েছে। রাজ্য সরকারি কর্মীরা মনে করছেন, ৭ জানুয়ারি শেষ ডিএ মামলা শুনবেন ঋষিকেশ রায়।
২০২২ সাল থেকে ডিএ মামলা
রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে ২০২২ সাল থেকেই। কিন্তু একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। শেষ শুনানি হয়েছিল জুলাই মাসে। তখনই আদালত জানিয়েছিল মামলাটি বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে।
তিনটে শুনানি হতে পারে
রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা আর মাত্র তিন থেকে চারটি শুনানির মধ্যেই ডিএ মামলার নিষ্পত্তি হতে পারে। কারণ এবার আদালত সব পক্ষেরই বক্তব্য শুনতে চেয়েছে।
জয়ের আশা
রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয় পাবে বলেও আশাবাদী। কারণ একমাত্র স্যাট ছাড়া সবক্ষেত্রেই রাজ্যের সরকারি কর্মীরাই জয় পেয়েছেন।
হাইকোর্টেও জয়
ডিএ মামলায় রাজ্যের সরকারি কর্মীরা কলকাতা হাইকোর্টেও জয় পয়েছিল। রাজ্যকে কেন্দ্রের হারে ডিএ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।