Bank Holidays: কাল থেকে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে খুলছে? রইল গুরুত্বপূর্ণ আপেডট

Published : Nov 04, 2025, 09:30 AM IST

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে বিভিন্ন শহরে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। গুরু নানক জয়ন্তী, বিহার নির্বাচন এবং অন্যান্য আঞ্চলিক উৎসবের কারণে ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এই ছুটি থাকবে। যদিও এই সময়ে অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা চালু থাকবে।

PREV
15

চলছে নভেম্বরের প্রথম সপ্তাহ। মাসের শুরুতেই প্রকাশ্যে এল ছুটির তালিকা। প্রতি মাসে একাধিক উৎসবের কারণে ব্যাঙ্কে থাকে ছুটি। এবার দেখে নিন সেই ছুটির আপডেট। চলতি সপ্তাহে টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আগে থেকে সেরে নিন সব কাজ। জেনে নিন কবে কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

25

৫ নভেম্বর বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন গুরু নানকের জন্মদিন, কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে ছুটি। এ দিন আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীপড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।

35

৬ নভেম্বর বৃহস্পতিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিহার বিধানসভার সাধারণ নির্বাচনের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন পাটনায় ব্যাঙ্কে ছুটি।

৭ নভেম্বর শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন শিলং-র সমস্ত ব্যাঙ্কে থাকবে ছুটি। সেখানের আদি দেবতা সালজং বা সূর্য দেব পুজিত হবেন এই দিন।

45

৮ নভেম্বর শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন বেঙ্গালুরুর ব্যাঙ্কে ছুটি। এই দিন বেঙ্গালুরুতে কনকদাস জয়ন্তী পালিত হয়। সেকারণে সেখানে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

55

ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন -এ কাজ করতে পারবেন। তেমনই ATM থাকবে সব সময় খোলা। ফলে টাকা তুলতেও কোনও সমস্যা হবে না। কিন্তু, ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে হোক বা কোনও গুরুত্বপূর্ণ কাজ এই কদিন থাকবে বন্ধ। তাই চাইলে ব্যাঙ্কে ছুটি শুরু আগে সব কাজ করে নিন।

Read more Photos on
click me!

Recommended Stories