৫ নভেম্বর বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন গুরু নানকের জন্মদিন, কার্তিক পূর্ণিমা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে ছুটি। এ দিন আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীপড়, দেরাদুন, হায়দ্রাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ।