'আমিই একমাত্র বেঁচে গেলাম!' মানসিক ভারসাম্য হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী রমেশ

Published : Nov 03, 2025, 08:26 PM IST

Air India Viswashkumar Ramesh: চলতি বছরের জুন মাসের শুরুতে গুজরাটের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। মর্মান্তিক সেদিনের ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশ। এখন কেমন আছেন তিনি? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
এয়ার ইন্ডিয়ার একমাত্র জীবিত যাত্রী

চলতি বছরের জুন মাসের শুরুতে গুজরাটের আমেদাবাদ-লন্ডনগামী বিমান দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। একথা আগেই জানিয়েছে গুজরাটের স্বাস্থ্য দফতর। এর মধ্যে ২৪১ জন বিমানযাত্রী এবং ৩৪ জন বিমানের বাইরে থাকা ব্যক্তি। কিন্তু এত মানুষের মধ্যে বরাত জোরে বেঁচে গিয়েছেন মাত্র একজন। তিনি হলেন বিশ্বাসকুমার রমেশ। গত ১২ জুন এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিমলাইনারের বিমানে করে দাদার সঙ্গে তিনিও যাচ্ছিলেন লন্ডনে। কিন্তু এয়ারপোর্ট থেকে বিমান উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গিয়েছে রমেশের গোটা জীবন। কারণ, নিহত ২৪১ জন যাত্রীর মধ্যে তিনিই একমাত্র জীবিত ব্যক্তি। আর তারপর থেকেই তাল কেটেছে স্বাভাবিক জীবনের ছন্দে। 

25
এখন কেমন আছেন রমেশকুমার?

কর্মসূত্রে লন্ডনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত রমেশকুমারের নিত্য যাতায়াত লেগেই থাকত ভারতে। কিন্তু গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে মুহুর্তের মধ্যে বদলে গিয়েছে তার গোটা জীবন। এখন বাড়িতে একা-একা থাকতে পছন্দ করেন রমেশ কুমার। কথা বলেন না স্ত্রী-ছেলের সঙ্গে। সবকিছু হারিয়ে যেন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি। চিকিৎসাও করান না তিনি। 

35
বিমান দুর্ঘটনায় বিপর্যস্ত রমেশের পরিবার

সেদিনের অনভিপ্রেত বিমান দুর্ঘটনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্বাসকুমার রমেশের পরিবার। সম্প্রতি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘’এখন আর কারও সঙ্গে কথা বলতে ভালো লাগে না। সেদিন সবাই মারা গেল। একমাত্র আমিই বেঁচে রয়েছি। এটা যেন একেবারে অলৌকিক ঘটনা। আমার মা-ও সেদিনের পর থেকে খালি দরজার সামনে বসে থাকে। কারও সঙ্গে কথা বলে না।''

45
কী ঘটেছিল সেদিন?

গত ১২ জুন এয়ার ইন্ডিয়া বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনায় মোট ২৭৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে বিমানে মধ্যে থাকা ২৪১ জন নিহত হন। বিমানের বাইরে থাকা ৩৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বিভিন্ন সূত্রে এর আগেও সামনে এসেছে। তবে, গত ২৫ জুন সরকারি ভাবে জানানো হয় এই মৃতের সংখ্যা। সরকারি ভাবে জানানো হয়েছিল, মৃতের সংখ্যা বিভিন্ন দেহাংশের ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করা যাবে।

55
কীভাবে ভেঙে পড়ল বিমান?

আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার পরই ভেঙে পড়ে আমেদাবাদ- লন্ডনগামী AI 171 বিমানটি ভেঙে পড়েছে। ওড়ার পর মুহূর্তে অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার। যাদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে আছেন। বাকি সকলেই প্রয়াত। সে সময় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান, সাত জন পর্তুগিজ নাগরিক ছিলেন। ছিলেন ১০ জন ক্রু সদস্য।

Read more Photos on
click me!

Recommended Stories