অষ্টম পে কমিশন লাগু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবরের ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, এআইসিপিআই-আইডব্লিউ সূচকের ওপর ভিত্তি করে কর্মীদের মহার্ঘ ভাতা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যার ঘোষণা শীঘ্রই প্রত্যাশিত।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে হতাশার শেষ নেই। কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর এলেও রাজ্য সরকারি কর্মীরা এখনও পাননি কোনও সুখবর। এদিকে শীঘ্রই বাস্তবায়িত হবে অষ্টম পে কমিশন। এর দ্বারা উপকৃত হতে চলেছেন কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীরা। এবার ফের প্রকাশ্যে ডিএ সংক্রান্ত নয়া তথ্য।
25
জানা যাচ্ছে, ফের চমক আসতে চলেছে কেন্দ্রীয় কর্মীদের জন্য। অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার আগে অন্তত ২ বার ডিএ বাড়বে কর্মীদের। আর এবার ৫ শতাংশ ডিএ বাড়বে বলে শোনা যাচ্ছে।
35
ডিএ মূলত এআইসিপিআই-আইডব্লিউ এর ওপর ভিত্তি করে বাড়ে। এখন ২০২৫ সালের ডিসেম্বরে ওই সূচক আসেনি। আপাতত সেদিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। গত বছর নভেম্বরে এআইসিপিআই- আইডব্লিউ ছিল ১৪৮.২। বিশেষজ্ঞের দাবি, ডিসেম্বরে এই সংখ্যা আপরিবর্তিত থাকলে ডিএ বাড়বে ৫ শতাংশ।
বর্তমানে কর্মীরা ৫৮ শতাংশ হাতে ডিএ পাচ্ছেন। গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বেড়ে ৫৮ শতাংশ হয় ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। তবে, আপাতত ঘোষণা হয়নি। ঘোষণা হলে তা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। এর দ্বারা উপকৃত হবেন ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগীর।
55
প্রতি বছর ২ বার করে বাড়ে ভাতা। কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় ২ বার করে। জানুয়ারি ও জুলাই মাসে বাড়ে ভাতা। বিশেষজ্ঞদের অনুমান, শীঘ্রই হবে ঘোষণা। সম্ভবত, চলতি মাসেই হবে ঘোষণা। অনেকেরই আন্দাজ এবার প্রায় ৫ শতাংশ বাড়বে ভাতা।