৪ বছর ধরে প্রেমের পর অস্বীকার, স্কুলে যাওয়ার পথে শিক্ষককে তুলে নিয়ে গিয়ে বিয়ে

Published : Dec 14, 2024, 05:55 PM ISTUpdated : Dec 14, 2024, 06:10 PM IST
Indian marriage

সংক্ষিপ্ত

২০২৪ সালের শেষদিকে এসেও ভারতে মেয়েদের জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। কিন্তু এবার বিহারে এক যুবককে অপহরণ করে বিয়েতে বাধ্য করা হল।

চার বছর ধরে সম্পর্ক। বহুবার দেখা হয়েছে, একসঙ্গে সময় কাটিয়েছেন। কিন্তু বিয়ের কথা উঠতেই বেঁকে বসেন প্রেমিক। এই পরিস্থিতিতে আসরে নামল মেয়েটির পরিবার। প্রেমিককে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হল। বিয়ের পর অবশ্য পালিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট যুবক। তিনি প্রেমের কথা অস্বীকার করেছেন। তবে পাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়। যে যুবককে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তিনি পেশায় স্কুলের শিক্ষক। বিহারে কোনও যুবক ভালো পরিবারের সন্তান হলে বা ভালো চাকরি পেলে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। এক্ষেত্রে তেমনই কিছু হয়েছে কি না স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে যুবককে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে চার বছর ধরে মেয়েটির সম্পর্ক ছিল। প্রেমের শুরুর দিকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এই যুবক। তিনি স্কুল শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যান। এরপরেও তাঁদের সম্পর্ক ছিল। কাটিহারে এক স্কুলে চাকরি পান এই যুবক। তিনি প্রেমিকাকে কাটিহারে নিয়ে যেতেন। সেখানে তাঁদের একসঙ্গে অনেকে দেখেছে। মেয়েটি বাড়িতে এই সম্পর্কের কথা জানায়। তার প্রেমিক সরকারি চাকরি পেয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আপত্তি করেননি। তাঁরা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু মেয়েটি তাঁর প্রেমিককে বিয়ের কথা বলতেই তিনি বেঁকে বসেন। এরপর মেয়েটিকে নিয়ে তাঁর পরিবারের সদস্যরা কাটিহারে পৌঁছে যান। ওই যুবক স্কুলে যাওয়ার সময় তাঁর পথ আটকান প্রেমিকার পরিজনরা। তাঁকে জোর করে ই-রিকশায় তুলে এক মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়।

তদন্ত শুরু পুলিশের

বিয়ের পর যখন মেয়েটির পরিবারের সদস্যরা পাত্র-পাত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যান ওই শিক্ষক। তাঁর পরিবারের সদস্যরা মেয়েটিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে চাননি। এরপরেই মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষকের অবশ্য দাবি, তাঁর সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল না। মেয়েটি জোর করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

‘স্ত্রী ২’ খ্যাত অভিনেতা মুশতাক খানকে অপহরণ, প্রায় ১২ ঘন্টা ধরে চলল অত্যাচার

সিন্ধুতে আক্রান্ত হিন্দু! পাকিস্তানে হিন্দুদের অপহরণ করে মারধরের বর্বর ঘটনা ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

১০ বছরের হিন্দু নাবালিকাকে অপহরণ, ধর্মান্তরের পর বিয়ে দেওয়া হল ৫০ বছর বয়সীর সঙ্গে!

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়