সংক্ষিপ্ত
অভিনেতা মুস্তাক খানে নিয়ে সর্বত্র তোলপাড় হচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠানে যাওয়ার পথেই নিখোঁজ হন অভিনেতা মুস্তাক খান। পরিবারের অভিযোগ ছিল, অপহরণ করা হয়েছে তাঁকে।
‘স্ত্রী ২’ খ্যাত অভিনেতা মুশতাক খান, অক্ষয় কুমার অভিনীত ওয়েলকাম-র তাঁর অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। দিল্লি মিরাট হাইওয়ে থেকে অপহৃত হওয়ার যন্ত্রণাদায়ক ঘটনা জানিয়েছেন অভিনেতা।
অভিনেতাকে ফ্লাইটের টিকিট ও তার অ্যাকাউন্টে পাঠানো অগ্রিম অর্থ দিয়ে ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। দিল্লিতে নামার পরে তাকে তুলে নিয়ে বিজনোরের কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্রায় ১২ ঘন্টা ধরে তার অপহরণকারীরা জিম্মি করে রাখে। তারা তাকে নির্যাতন করে এবং এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা অভিনেতা এবং তার ছেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা নেয়।
এরপর ভোরবেলা আজানের ধ্বনি কানে আসতেই মুস্তাক বুঝতে পারেন আশেপাশে মসজিত আছে। আশপাশের লোকজনের থেকে সাহায্যের আশায়া কোনওমতে অভিনেতা ওই এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারপর স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় বাড়ি ফিরে আসেন মুস্তান খান।
এর আগে এমন ছকেই অপহরণ হয়েছিলেন সুনীল পাল। ডিসেম্বরের শুরুতে এই খবর আসে সামনে। স্বামীর সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন সুনীলের স্ত্রী সরিতা। শেষে ঘটনা নাটকীয় মোড় নেয় যখন সুনীল ফিরে আসেন। কমেডিয়ান সে সময় জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। জানা গিয়েছিল, হরিদ্বারে এক অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছিলেন সুনীল। পথেই তাঁকে অপহরণ করা হয়। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ২০ লক্ষ। শেষে ৮ লক্ষ টাকা দিয়ে মুক্তি পান বলে দাবি করেন সুনীল।