চোখ ধাঁধানো এয়ারপোর্ট! বেঙ্গালুরু বিমানবন্দরের অন্দরসজ্জা দেখুন ছবিতে

Published : Jun 08, 2025, 07:40 PM IST

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২, এমএপি-র সহযোগিতায় শিল্প ও সংস্কৃতির এক অনন্য কেন্দ্র হিসেবে রূপান্তরিত হচ্ছে।  ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দর্শকদের আরও আকর্ষণীয় করে তুলবে।

PREV
16
কেম্পেগৌড়া বিমানবন্দর

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ কে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে এমএপি এর সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিশেষ সহযোগিতা শুরু করেছে।

26
শিল্পকলা প্রদর্শন
দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ শিল্প ঐতিহ্যকে যাত্রীদের অভিজ্ঞতার অংশ করা হচ্ছে। ৬০ জনের বেশি শিল্পীর ২১০ টির বেশি কর্ম প্রদর্শিত হবে।
36
গ্যালারি অন ডিমান্ড
দেশীয় টার্মিনালে যাত্রীরা এমএপি-র “গ্যালারি অন ডিমান্ড”-এ বিশিষ্ট শিল্পীদের কর্ম দেখতে পারবেন।
46
ভুরি বাই
আন্তর্জাতিক টার্মিনালে 'ভুরি বাই: মাই লাইফ অ্যাজ অ্যান আর্টিস্ট' প্রদর্শনীতে ভুরি বাই এর জীবন ও কর্ম প্রদর্শিত হচ্ছে।
56
টার্মিনাল ২
বিআইএএল এর সিইও বলেন, এই সহযোগিতা টার্মিনাল ২ কে শিল্প ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।
66
অভিষেক পোদ্দারের মন্তব্য
এমএপি প্রতিষ্ঠাতা অভিষেক পোদ্দার বলেন, শিল্পের পরিবর্তন আনার ক্ষমতা আছে। এই সহযোগিতা এমএপি কে দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য মঞ্চ প্রদান করবে।
Read more Photos on
click me!

Recommended Stories