কঙ্কালকাণ্ড বেঙ্গালুরুতে! বিলাসবহুল অ্যাপার্টমেন্টের নর্দমার গর্ত থেকে উদ্ধার খুলি আর হাড়গোড়

Published : Jun 19, 2025, 04:25 PM ISTUpdated : Jun 19, 2025, 04:26 PM IST
 Skulls Bones Found During Pit Cleaning in Blore

সংক্ষিপ্ত

Bengaluru Crime:১৬ জুন ঠিকাদার কর্মীর গাড়ি পার্কিংয়ের কাছে একটি গর্ত পরিষ্কার করছিল। সেই সময়ই হাড়গুলি খুঁজে পান, তখনই তারা কঙ্কালের অংশগুলি খুঁজে পান। 

হাড়হিম করা ঘটনা গার্ডেন সিটি বেঙ্গালুরুতে। একটি নর্দমার গর্ত পরিষ্কার করার সময় একটি কঙ্কালের কিছু অংশ উদ্ধার করা হল। মাথার খুলে আর হাড় উদ্ধার করা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর এমএন ক্রেডেন্স ফ্লোরা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। যদিও কখন কোথায় কাকে কীভাবে এই ভয়্ঙ্কর পরিণতি হয়েছে - নিয়ে এখনও স্পষ্ট নয় স্থানীয় পুলিশ।

১৬ জুন ঠিকাদার কর্মীর গাড়ি পার্কিংয়ের কাছে একটি গর্ত পরিষ্কার করছিল। সেই সময়ই হাড়গুলি খুঁজে পান, তখনই তারা কঙ্কালের অংশগুলি খুঁজে পান। যার মধ্যে রয়েছে একটি মাথার খুলির টুকরো। কিছু হাড়ও উদ্ধার হয়েছে। গোটা ঘটনা জানান হয়েছে বাসিন্দাদের কল্যণ সমিতির সঙ্গে। সমিতির প্রধানকেই গোটা বিষয়টি জানিয়েছে পুলিশ।

দেহাবশেষগুলি মানুষের না পশুর তা এখনও জানা যায়নি। বেগুর থানার এক পুলিশ কর্তা জানিয়েছেন, হাড়গুলি বিশ্লেষণের জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠান হয়েছে। পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যেই জানা যাবে বলে মনে করছে পুলিশ।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই বসবাসকারী কিছু বাসিন্দা জানিয়েছেন, জমিটি এক সময় কবরস্থানছিল। একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্থানীয়দের সতর্ক করেছেন। তিনি জোর দিয়েছেন, কোনও সিদ্ধান্ত পৌঁছানোর আগে তাদের ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এলাকার বাসিন্দাদের কাছ থেকে নোটিশ পাওয়ার পরেই নর্দমা পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল। কিন্তু কঙ্কালের অংশ উদ্ধার হওয়ার পরই সেই কাজ ব্যহত হয়। প্রায় ৪৫টি ফ্ল্যাট রয়েছে। ১০ বছর ধরেই এই এলাকায় কমপ্লেক্স রয়েছে। সম্প্রতি জলের ব্যবস্থাপনা ঠিকভাবে কাজ করছিল না। তাই নর্দমা পরিষ্কার করা শুরু হয়েছিল।

অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সে এধরনের ১৬টি গর্ত রয়েছে। কিন্তু মাত্র একটিতেই কঙ্কার পাওয়া গেছে। যা নিয়ে বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। বেগুর পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা-সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন