Cadaboms Okami DOG: একটা কুকুরের দামে ৫০টা BMW! যুবকের আজব শখের পিছনে রয়েছে অদ্ভুত কারণ, জানুন

চলতে ফিরতে কত রকম মানুষের সঙ্গে পরিচিত হই আমরা। তাঁদের মধ্যে কারও কথা আমরা মনে রাখি, আবার কারও কথা নিমেষেই ভুলে যায়। আমাদের চারপাশে কতরকম মানুষ, তাঁদের আবার কতরকম শখ। আজকের প্রতিবেদনে এমনই একজন ব্যক্তির কথা বলব দেশ-বিদেশের দামি দামি পোষ্য কেনায় তাঁর 

Cadaboms Okami: চলতে ফিরতে কত রকম মানুষের সঙ্গে পরিচিত হই আমরা। তাঁদের মধ্যে কারও কথা আমরা মনে রাখি, আবার কারও কথা নিমেষেই ভুলে যায়। আমাদের চারপাশে কতরকম মানুষ, তাঁদের আবার কতরকম শখ। আজকের প্রতিবেদনে এমনই একজন ব্যক্তির কথা বলব দেশ-বিদেশের দামি দামি পোষ্য কেনায় তাঁর একমাত্র শখ। BMW গাড়ির দামের সমান যার এক একটি পোষ্যের দাম।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে দামি কুকুর কিনেছেন। যার বয়স মাত্র ৮ মাস। দাম অবাক করার মতো! শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আর এই কুকুরটির নাম হল-'ক্যাডবম্ব ওকামি'। জেনে নিন, নেকড়ে জাতের এই কুকুরের কী কী বিশেষত্ব রয়েছে...

Latest Videos

বিশ্বের সবচেয়ে দামি কুকুর: আপনি নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, বাইক, বিমান সম্পর্কে অনেক শুনেছেন, কিন্তু আপনি কি বিশ্বের সবচেয়ে দামি কুকুর সম্পর্কে জানেন? বিশ্বের সবচেয়ে দামি কুকুরটির নাম ক্যাডবম্ব ওকামি, এটি কিনেছেন একজন ভারতীয়। ওই ব্যক্তির নাম- এস সতীশ। তাঁর কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি কুকুর, ওকামি। মাত্র ৮ মাস বয়সি এই কুকুরটির ওজন ৭৫ কেজি। এবং উচ্চতা আড়াই ফুট।

বিশ্বের সবচেয়ে দামি কুকুরটির দাম কত? (Price of the Dog)

বিশ্বের সবচেয়ে দামি কুকুর ক্যাডাবমস ওকামির দাম ৫০ কোটি টাকা। বেঙ্গালুরু কুকুর প্রজননকারী এস সতীশের মতে, এই কুকুরটি বন্য নেকড়ে এবং ককেশীয় শেফার্ডের একটি মিশ্র জাত, যাকে নেকড়ে কুকুর বলা হয়। প্রতিবেদন অনুসারে, সতীশ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একজন দালালের মাধ্যমে এই কুকুরটি কিনেছিলেন।

বিশ্বের সবচেয়ে দামি কুকুরটির দামে প্রায় ৫০ টি BMW গাড়ি হতে পারে। বিশ্বের সবচেয়ে দামি নেকড়ে-সদৃশ কুকুরটির দাম এত বেশি যে এটি দিয়ে BMW Z4 এর মতো ৫০টি গাড়ি সহজেই কেনা যাবে। এই একটি গাড়ির দাম ৯১ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকার মধ্যে। এই বিষয়ে এস সতীশ বলেন, ''আমি সবসময় দামি এবং বিরল জাতের কুকুর কিনতে খুব পছন্দ করি। এটি একটি অসাধারণ জাতের নেকড়ে কুকুর।''

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র আদেশেই West Bengal-এ চুরি-বাটপারি হয়!’ তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
'বাপ তুলেই বলব, সরে যা না হলে...চালিয়ে দেব' বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Kharagpur News
পুলিশের সঙ্গে তীব্র বচসা! BJP'র মহিলা মোর্চার বিক্ষোভে উত্তাল কলকাতা | BJP Protest Kolkata
কেন যোগেশ চন্দ্র কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি? এ কী বললেন কৌস্তুব বাগচী | Kaustav Bagchi
Nadia News: Krishnanagar-এ রেল চলাচল ঘিরে বিক্ষোভ! যাতায়াত বন্ধের আশঙ্কায় ফুঁসছে এলাকাবাসী