Bengaluru Stampede: বেঙ্গালুরু পুলিশের আপত্তি উপেক্ষা করেই বিপত্তি ডেকে আনল কর্ণাটক সরকার!

Published : Jun 05, 2025, 03:01 PM ISTUpdated : Jun 05, 2025, 03:18 PM IST
bangalore stampede

সংক্ষিপ্ত

Bengaluru Stampede Update: বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্ণাটক সরকার এবং বেঙ্গালুরু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

Bengaluru Stampede News Update: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) যতই দায় এড়ানোর চেষ্টা করুন না কেন, তাঁর প্রশাসনের জন্যই বুধবার বেঙ্গালুরুতে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে অন্তত ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এমনই জানা গিয়েছে। বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police) বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের আইপিএল (IPL 2025) জয়ের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা নিয়ে আপত্তি জানিয়েছিল। রবিবার এই অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানিয়েছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু কর্ণাটক সরকার (Karnataka government) সেই অনুরোধ উপেক্ষা করে। পুলিশের বক্তব্য ছিল, বুধবার কাজের দিন হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হলে বেঙ্গালুরুতে যানজট বাড়বে। এছাড়া নিরাপত্তা নিয়েও সমস্যা দেখা যাবে। রবিবার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হলে যথেষ্ট সময় পাওয়া যাবে। নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে, রাস্তায় ব্যারিকেড দেওয়া যাবে, অন্য জায়গা থেকে পুলিশকর্মীদের নিয়ে আসা যাবে। কিন্তু কর্ণাটক সরকার ঠিক করে, আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই সংবর্ধনা দেওয়া হবে। বেঙ্গালুরু পুলিশের আপত্তিতে খোলা বাসে ক্রিকেটারদের নিয়ে বিজয় মিছিলের পরিকল্পনা বাতিল করা হলেও, সংবর্ধনার পরিকল্পনায় বদল আনা হয়নি। এর ফলে ঘটে গেল মারাত্মক ঘটনা।

ক্লান্ত ছিলেন পুলিশকর্মীরা

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিরাট কোহলিরা (Virat Kohli) আইপিএল জেতার পর রাস্তায় নেমে আসেন বহু মানুষ। অবস্থা এমন হয়, জনতাকে সামলাতে ভোর চারটে পর্যন্ত রাস্তায় থাকতে হয় পুলিশকর্মীদের। এরপর সকাল হতে না হতেই ফের পুলিশকর্মীদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়। সারারাত রাস্তায় থাকার পর ফের সকালে কাজে নেমে পড়তে হওয়ায় ক্লান্ত, বিধ্বস্ত ছিলেন পুলিশকর্মীরা। এই কারণেও হয়তো বিপত্তি ঘটে থাকতে পারে।

সরকারের জেদের কারণেই বিপর্যয়

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার আরসিবি-র সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলে কী কী সমস্যা হতে পারে, সরকারকে সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সরকার জেদ ধরে, বুধবারই সংবর্ধনার ব্যবস্থা করা হবে। এর ফলে পুলিশ যে বিপত্তির আশঙ্কা করেছিল সেটাই হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব